আজকাল ওয়েবডেস্ক: সোমবার থেকে মিলছিল না খোঁজ। মঙ্গলবার মিলল, গুলিবিদ্ধ দেহ। তৃণমূল কর্মীর রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। ঘটনার খবর পেয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে যান মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।
পুলিশ সুত্রে জানা গিয়েছে মৃতের নাম ওবায়দুল্লা খান(৩১)। পেশায় তিনি একজন কয়লা ব্যবসায়ী ছিলেন। এলাকায় পরিচিত সক্রিয় তৃণমূল কর্মী হিসেবেও। বাড়ি কালিয়াচক থানার কলেজ মোড় বাথান এলাকায়। পরিবারের দাবি বিকেল চারটা নাগাদ বাইক নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। পরিবারের পক্ষ থেকে রাতেই একটি মিসিং ডায়েরি করা হয় কালিয়াচক থানায়।
মঙ্গলবার সকালে ইংলিশবাজার থানার কাটাগর এলাকায় একটি আমবাগান থেকে রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার হয়। উদ্ধার করা হয়েছে বাইকটিও। পরিবারের দাবি গুলি করে নৃশংস ভাবে খুন করা হয়েছে ওবায়দুল্লাকে। তবে কেন এই খুন কে বা কারা করেছে তা এখনো স্পষ্ট নয় বলেই জানিয়েছেন পরিবারের সদস্যরা।
মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করেন জেলা যুব তৃণমূলের সভাপতি প্রসেনজিৎ দাস ও রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। মন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, 'ঘটনাটি দুঃখজনক। নিখোঁজ থাকার পর মৃতদেহ উদ্ধার। মৃতের মাথায় আঘাত রয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত করছে। তবে এটা নিয়ে রাজনীতি করতে চাই না। রাজ্যে শাসকদল মানে সকলে শাসকদল করে। সমস্তটা পুলিশ তদন্তে উঠে আসদে। পুলিশ সজাগ হয়ে কাজ করছে।'
