আজকাল ওয়েবডেস্ক: ভিখারির প্রেমে মত্ত বিবাহিত যুবতী। ভিক্ষা দেওয়ার অছিলায় প্রায়ই দীর্ঘক্ষণ গল্প করতেন। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে গড়ায় তা। নতুন বছরে সংসার ছেড়ে ভিখারির হাত ধরেই চম্পট দিলেন যুবতী। ইতিমধ্যেই তাঁর খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদৌয়ে। হরপালপুর এলাকার বাসিন্দা রাজু জানিয়েছেন, রাজেশ্বরী ও তাঁর ছয় সন্তান রয়েছে। সুখীই ছিলেন তাঁরা। কিন্তু আচমকা নানহে পণ্ডিত নামের এক ভিখারির সঙ্গে রাজেশ্বরীর ঘনিষ্ঠতা বাড়ে। প্রায়শই বাড়ির সামনে দাঁড়িয়ে তাঁরা গল্প করতেন। এমনকী ফোনেও তাঁদের কথা হত। দু'জনের এই সম্পর্ক ঘিরে আগেই সন্দেহ হয়েছিল রাজুর। তাঁর ধারণা, নানহে পণ্ডিতের সঙ্গেই রাজেশ্বরী পালিয়ে গিয়েছেন।
রাজু জানিয়েছেন, দিন কয়েক আগেই নানহে পণ্ডিত প্রতিবেশীর বাড়িতে ভিক্ষা করতে এসেছিলেন। সেসময় রাজেশ্বরীর সঙ্গে তাঁর কথা শুরু হয়। ৩ জানুয়ারি রাজেশ্বরী বাজারে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিলেন। দীর্ঘক্ষণ না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। অবশেষে থানায় অভিযোগ জানান রাজু। পুলিশের কাছে তিনি এও জানিয়েছেন, তাঁর মোষ বিক্রির সমস্ত টাকা নিয়ে রাজেশ্বরী পালিয়ে গিয়েছেন। থানায় ভিখারির বিরুদ্ধে স্ত্রীকে অপহরণের অভিযোগ দায়ের করেছেন রাজু। ভারতীয় ন্যায় সংহিতার ৮৭ ধারায় মামলা রুজু করেছেন তিনি।
