আজকাল ওয়েবডেস্ক : উত্তরপ্রদেশে অবাক করা কান্ড। ক্লাসে আরাম করে ঘুমিয়ে আছেন প্রধান শিক্ষিকা। আর তাঁকে টানা হওয়া করে চলেছে এক পড়ুয়া। মুহূর্তে এই ভিডিও ভাইরাল গোটা সামাজিক মাধ্যমে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে আলীগড়ের একটি প্রাথমিক স্কুলে। 


ভিডিও সামনে আসতেই ওই শিক্ষিকা সাসপেন্ড হয়েছেন। ক্লাস চলাকালীন দুই পড়ুয়াকে দিয়ে এই কাজ করানোর অভিযোগ উঠেছে ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। এছাড়া ওই শিক্ষিকা এক ছাত্রীকে বেদম প্রহার করছেন। সেই ছবিও ভাইরাল। 


স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। যদি দোষ প্রমাণিত হয় তাহলে অভিযুক্তকে উপযুক্ত শাস্তি দেওয়া হবে। এমনকি তাঁর চাকরি যেতে পারে বলেও খবর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ওই শিক্ষিকা জানিয়েছেন, তাঁর শরীর খারাপ করছিল। তাই তিনি মেঝেতে শুয়ে ছিলেন। কখন এসে ওই পড়ুয়া তাঁকে হওয়া করছিল সেটা তিনি জানেন না।