আজকাল ওয়েবডেস্ক: ফের শিরোনামে হারদোই পুলিশ। সম্প্রতি এক ব্যক্তির ১০ টাকা ধার উদ্ধারে সাহায্য করেছিল পুলিশ। এ বার একটি স্কুলে পেন্সিল কাটার যন্ত্র হারিয়ে যাওয়া নিয়ে বাচ্চাদের মধ্যে বিবাদ মেটাতে আসরে নামল হারদোই থানার পুলিশ। 

জনসাধারণের মধ্যে পুলিশের প্রতি আস্থা তৈরি করতে এই পদক্ষেপ বলে জানিয়েছে পুলিশ। নিজেদের এক্স হ্যান্ডল (সাবেক টুইটার)-এ হারদোই পুলিশ জানিয়েছে, পুলিশ সুপারের নির্দেশে এলাকার প্রতিটি স্কুলে 'পিঙ্ক বক্স' বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল। এগুলি আদতে অভিযোগ বাক্স। স্কুলে কোনও ছাত্র বা ছাত্রীর কোনও সমস্যা হলে নাম উল্লেখ না করেই ওই বাক্সে অভিযোগপত্র জমা দিতে বলা হয়েছিল।

হারদোই পুলিশ আরও জানিয়েছে, প্রতি মঙ্গলবার পুলিশ আধিকারিকরা ওই অভিযোগ বাক্সগুলি খুলে সেখানে জমা পড়া অভিযোগগুলি সমাধান করার চেষ্টা করেন।  নভেম্বর মাসে মোট ১২টি অভিযোগপত্র জমা পড়েছে বলেও জানিয়েছে পুলিশ। 

কোনও অভিযোগপত্রে স্কুলবাসে উত্যক্ত করা কথা, কোনওটিতে বন্ধুর সঙ্গে মারামারি বা কোনওটিতে অঙ্কের সমাধান করতে না পারায় শিক্ষকের হাতে মার খাওয়ার কথা লেখা ছিল। এর মধ্যে একটিতে ছিল সহপাঠীর বিরুদ্ধে পেন্সিল কাটার যন্ত্র চুরি করে নেওয়ার অভিযোগ। এর পরেই যে ছাত্র অভিযোগ করেছিল এবং যাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল দু'জনের সঙ্গেই কথা বলে পুলিশ। এবং সমস্যার সমাধানও হয়। পুলিশের এই পদক্ষেপের প্রশংসা করেছেন নেটিজেনদের একাংশ।