আজকাল ওয়েবডেস্ক : কানওয়ার যাত্রা নিয়ে ইতিমধ্যেই প্রবল বিতর্কের মুখে পড়েছে উত্তরপ্রদেশ সরকার। যাত্রাপথে দুধারের দোকানে মালিকদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে নির্দেশ দিয়েছে যোগী সরকার। বিষয়টি এখানেই থেমে থাকেনি। দেশের সর্বোচ্চ আদালতে যোগী সরকার জানিয়েছে শান্তিপূর্ণভাবে যাতে এই যাত্রা হতে পারে সেজন্যেই এই পদক্ষেপ নিয়েছে উত্তরপ্রদেশ সরকার। কে কোন দোকানে যাবে তা নিয়ে যাতে কোনও ধরণের অশান্তি তৈরি না হয় সেদিকে নজর দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্টে যোগী সরকার জানিয়েছে এই ধরণের একটি যাত্রাকে সুষ্ঠুভাবে করতে হলে সঠিক পরিকল্পনা দরকার। সেজন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর এই যাত্রায় ভগবান শিবির মাথায় ভক্তরা জল ঢালে। গঙ্গার জল নিয়ে এসে এই পর্ব চলে বলে আদালতে জানিয়েছে যোগী সরকার।
উত্তরপ্রদেশ সরকারের আরও দাবি, ভক্তরা বহুদিন ধরেই তাঁদের যাত্রাপথ নিয়ে নানা ধরণের অভিযোগ জানিয়ে আসছিল। সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বিষয়টি নিয়ে যোগী সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত মুসলিম বিরোধী। সমাজের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে যোগী সরকার। ২২ জুলাই থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা। বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে হাজির হয়েছেন এই যাত্রায়।
সুপ্রিম কোর্টে যোগী সরকার জানিয়েছে এই ধরণের একটি যাত্রাকে সুষ্ঠুভাবে করতে হলে সঠিক পরিকল্পনা দরকার। সেজন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। প্রতি বছর এই যাত্রায় ভগবান শিবির মাথায় ভক্তরা জল ঢালে। গঙ্গার জল নিয়ে এসে এই পর্ব চলে বলে আদালতে জানিয়েছে যোগী সরকার।
উত্তরপ্রদেশ সরকারের আরও দাবি, ভক্তরা বহুদিন ধরেই তাঁদের যাত্রাপথ নিয়ে নানা ধরণের অভিযোগ জানিয়ে আসছিল। সেদিকে নজর রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। যদিও বিষয়টি নিয়ে যোগী সরকারকে তীব্র কটাক্ষ করেছে বিরোধী শিবির। তাঁদের দাবি, এই সিদ্ধান্ত মুসলিম বিরোধী। সমাজের মধ্যে ভেদাভেদ তৈরি করেছে যোগী সরকার। ২২ জুলাই থেকে শুরু হয়েছে কানওয়ার যাত্রা। বিভিন্ন স্থান থেকে ভক্তরা এসে হাজির হয়েছেন এই যাত্রায়।
