আজকাল ওয়েবডেস্ক: পঞ্চাশ হাজার সরকারি কর্মচারীর বেতন আটকে। ছয় মাসেরও বেশি সময় ধরে দেওয়া হয়নি বেতন। মধ্যপ্রদেশে ঘটেছে এই ঘটনা। যা রাজ্যের সরকারি টাস্কফোর্সের প্রায় নয় শতাংশ। ঘটনাটি মধ্যপ্রদেশের ইতিহাসে সবচেয়ে বড় বেতন কেলেঙ্কারিগুলির মধ্যে অন্যতম। এই কর্মচারীদের সরকারি নথিতে অস্তিত্ব রয়েছে। এমনটাই এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে কোনও এক অজ্ঞাত কারণে প্রায় ছয় মাস ধরে তাদের বেতন প্রক্রিয়া বন্ধ৷ 
প্রশ্ন উঠেছে, এই কর্মচারীরা কি ছুটিতে আছেন? তাঁদের কি বরখাস্ত করা হয়েছে? নাকি নেহাতই এটি একটি ভুতুড়ে কাণ্ড। 
ওই প্রতিবেদনে বলা হয়েছে, সেই কর্মচারীরা ২০২৪ সালের ডিসেম্বর থেকে বেতন পাননি। এই ঘটনায় নড়েচড়ে বসেছে প্রশাসন। দ্রুত তদন্তের নিষ্পত্তি করে ২৩০ কোটি টাকা জালিয়াতির ব্যাখ্যা দিতে চাওয়া হয়েছে। ট্রেজারি এবং অ্যাকাউন্টস কমিশনার ভাস্কর লক্ষ্ণর জানান, ‘‌
কর্মচারী যাচাইকরণ অভিযান শুরু হয়েছে।’‌ মধ্যপ্রদেশের অর্থমন্ত্রী জগদীশ দেবদার এই ঘটনায় বেশ বিব্রত। জানিয়েছেন বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।