আজকাল ওয়েবডেস্ক: কবে পেশ করা হবে চলতি বছরের কেন্দ্রীয় বাজেট। যদি নির্ধারিত দিন অর্থাৎ ১ ফেব্রুয়ারি এটি পেশ করা হয় তাহলে সেটি হবে রবিবার। বিষয়টি নিয়ে খানিকটা হলেও সমস্যা তৈরি হয়েছিল। তবে এবার আসরে নামল ক্যাবিনেট কমিটি অন পলিটিক্যাল অ্যাফেয়ার্স। তারা প্রস্তাব করেছে ২৮ জানুয়ারি থেকে বাজেট অধিবেশন শুরু করা হবে এবং নির্ধারিত ১ ফেব্রুয়ারিতেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।


যদিও এবিষয়ে শেষ সিদ্ধান্ত এখনও গ্রহণ করা হয়নি। চূড়ান্ত অনুমোদনের পরই বাকিটা জানা যাবে। বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি এবার টানা ৯ বার টানা বাজেট পেশ করবেন। বহু বছর ধরেই কেন্দ্রীয় বাজেটের দিন ১ ফেব্রুয়ারি স্থির করা হয়েছে। তবে চলতি বছরে ১ ফেব্রুয়ারি রবিবার। সেখানে কেন্দ্রীয় সরকার রবিবারই বাজেট পেশ করবেন নাকি সেখানে অন্য কোনও দিন স্থির করা হবে সেটি খতিয়ে দেখা হবে।


বাজেটের আগেই সংসদের দুইকক্ষে শুরু হবে বাজেট অধিবেশন। এরপর বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে বাজেট পেশের জন্য একটি নির্দিষ্ট দিন স্থির করা হয়েছিল। সেদিনের পর থেকেই ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হয়েছে।


কেন্দ্রীয় সূত্রে খবর, বাজেট অধিবেশনের প্রথম অংশ হবে ২৮ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি। দ্বিতীয় অংশ হবে ৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত। ইতিমধ্যেই বাজেট প্রস্তুতির কাজও শুরু হয়ে গিয়েছে।
 ইতিহাস গড়ে এই বছর নিয়ে একটানা নবম বছর কেন্দ্রীয় বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর আগে একমাত্র প্রাক্তন প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের রেকর্ড রয়েছে সবথেকে বেশিবার বাজেট পেশ করার। ১৯৫৯ সাল থেকে ১৯৬৪ সাল এবং ১৯৬৭ সাল থেকে ১৯৬৯ সালের মধ্যে তিনি মোট ১০ বার বাজেট পেশ করেছিলেন। পি চিদাম্বরমও নয়বার বাজেট পেশ করেছেন। প্রণব মুখোপাধ্যায় মোট আটবার বাজেট পেশ করেছিলেন।

&t=2133s


২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি সকাল ১১ টায় বাজেট পেশ করা হয়। তার আগে প্রতি বছর ২৮ ফেব্রুয়ারি বাজেট পেশ করা হত। অরুণ জেটলী অর্থমন্ত্রী থাকাকালীন বাজেটের তারিখ পরিবর্তন করা হয়, যাতে নতুন অর্থবর্ষের প্রথম দিন অর্থাৎ ১ এপ্রিল থেকে নতুন বাজেট কার্যকর করা যায়।