আজকাল ওয়েবডেস্ক: বিকেলে লোকাল ট্রেনে তুমুল ভিড়। কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরার পালা। কেউ কেউ আড্ডা দিচ্ছেন, কেউ বা ক্লান্ত হয়ে ঘুমের ঘোরে। আচমকাই ভিড়ে ঠাসা মহিলা কামরায় চিৎকার চেঁচামেচি। কারণ? লোকাল ট্রেনের মহিলা কামরায় দাঁড়িয়ে আছেন এক নগ্ন যুবক। 

গায়ে কোনও পোশাক নেই যুবকের। ট্রেনে উঠেই, হাত তুলে দাঁড়িয়ে থাকেন। মাঝে মাঝে নানারকম অঙ্গভঙ্গি করেন। তবে কারও সঙ্গে কোনও কথা বলেননি, দুর্ব্যবহার করেননি। নগ্ন যুবককে দেখেই চেঁচামেচি শুরু করেন মহিলারা। কেউ তাঁকে ট্রেন থেকে নেমে যেতে বলেন, কেউ খবর দেন আরপিএফে, কেউ কেউ আবার লজ্জায় মুখ লুকিয়ে বসেছিলেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার বিকেল চারটে নাগাদ ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে। সিএসএমটি-কল্যাণ ফাস্ট এসি লোকালের মহিলা কামরায় নগ্ন অবস্থায় উঠে পড়েছিলেন এক যুবক। মহিলাদের চিৎকার চেঁচামেচির কারণে ঘাটকুপার স্টেশনে পৌঁছতেই যুবককে ট্রেন থেকে নামিয়ে দেন টিকিট পরীক্ষক। 

রেলের তরফে জানানো হয়েছে, সম্ভবত যুবক মানসিক ভারসাম্যহীন। তাঁর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৬ ধারা এবং রেল আইনের ১৬২ ধারায় মামলা রুজু করা হয়েছে। জারি রয়েছে তদন্ত। এর পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়েছে মুম্বই লোকালের এই ভিডিওটি।