আজকাল ওয়েবডেস্ক: আগামী ১৩ জানুয়ারি থেকে শুরু হতে চলেছে মহা কুম্ভ মেলা। যা চলবে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এই বিশাল অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রায় ৪৫ কোটি ভক্তের উপস্থিতি প্রত্যাশা করছে উত্তরপ্রদেশ সরকার। এই মেলাকে নির্বিঘ্ন ও সুরক্ষিত রাখতে একাধিক ব্যব্স্থা নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। মেলা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সে কারণে উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে ৭০টি জেলার প্রায় ৩০ হাজার পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সাত-স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। কোটি কোটি ভক্তের গতিবিধি রাখতে পুলিশ অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নিয়েছে। ২৭০০ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন ক্যামেরা বসানো হয়েছে।

 

পাশাপাশি, গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে যখন লক্ষ লক্ষ ভক্ত স্নান করবেন, তখন তাঁদের নিরাপত্তার জন্য জলের নিচে অত্যাধুনিক ড্রোন চালানো হবে। প্রয়াগরাজের সঙ্গে সংযোগকারী সাতটি প্রধান সড়কে যানবাহনের উপর কঠোর নজরদারি চালানো হচ্ছে। এ ছাড়া, আটটি সংলগ্ন জেলাতেও যানবাহন তল্লাশি এবং চেকিং চলছে। কুম্ভ মেলার জন্য উত্তরপ্রদেশ পুলিশের সাত-স্তরের নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসাবে মোট ১০২টি চেক পয়েন্ট বসিয়েছে পুলিশ। মোট ১,০২৬ জন পুলিশ কর্মী মোতায়েন রয়েছেন এই চেকপয়েন্ট গুলিতে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই প্রশাসনের সঙ্গে বৈঠক সেরেছেন।

 

যাতে সুষ্ঠুভাবে এই মেলা করা যায় সেজন্য সব ধরণের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিভিন্ন রাজ্য থেকে ভক্তরা এসে পৌঁছে গিয়েছেন। বাকিরা আসছেন নিজের মতো করে। উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই সাড়ে সাত হাজারের বেশি বেশি বাস তৈরি রেখেছে। এটি ৭৫ টি পয়েন্ট থেকে ছাড়বে। এতে উঠলেই সরাসরি পৌঁছে যাওয়া যাবে কুম্ভমেলায়। পাশাপাশি ৫৫০ টি শাটল বাসের ব্যবস্থাও থাকছে। ভারতীয় রেলও এখানে আসার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে। ১৩ হাজার স্পেশাল ট্রেন গোটা দেশজুড়ে চলবে। ভারতের প্রধান শহর থেকে এখানে আসা যাবে অতি সহজেই। পাশাপাশি ৫০ টি ছোটো শহর থেকেও সরাসরি ট্রেনে চেপে এখানে আসা যাবে বলে জানিয়ে দিয়েছে ভারতীয় রেল।