আজকাল ওয়েবডেস্ক: বারবার হর্ন বাজাচ্ছিল৷ সহ্য করতে না পেরে তিনজনকে গাড়ি চাপা দেয় এক ব্যক্তি৷ ঘটনাটি বেঙ্গালুরুতে ঘটেছে। প্রায় এক মাস পর অভিযুক্ত গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়ির পথে যাচ্ছিলেন এক ব্যক্তি৷   একটি গাড়ির পিছন পিছন যাচ্ছিলেন তিনি। অভিযোগ, গাড়িটি কোনওমতেই তাঁকে ওভারটেক করার জায়গা দিচ্ছিল না৷ তাই ব্যক্তি বাইকে হর্ন বাজিয়ে গাড়িচালককে ইঙ্গিত দিচ্ছিলেন যাতে তাঁকে পাশ কাটানোর জায়গা করে দেওয়া হয়৷ জানা গিয়েছে, এরপর একটি সিগন্যালে গাড়িটি দাঁড়ায়৷ এরপর সিগন্যাল সবুজ হওয়ার পর আবার চলতে শুরু করে গাড়িটি৷ কিন্তু তখনও বাইকটিলে জায়গা ছাড়েনি গাড়িচালক। ফলস্বরূপ আবার হর্ন বাজান ব্যক্তি। জানা গিয়েছে, এবার গাড়িচালক তাঁকে পাশে জায়গা করে দেয় যাতে তিনি এগিয়ে যেতে পারেন। 

কিন্তু এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে৷ অভিযোগ, বাইকচালক পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার পর, গাড়িচালক ধাওয়া করে তাঁদের৷ কিছু দূর এগিয়ে যাওয়ার পর অভিযুক্ত গাড়িচালক সজোরে ধাক্কা মারে বাইকচালককে৷ ঘটনার জেরে ব্যক্তি বাইক নিয়ে রাস্তার ডিভাইডার টপকে উল্টো দিকের লেনে গিয়ে পড়েন। ভয়াবহ এই দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি তাঁর স্ত্রী ও সন্তান। এরপর স্থানীয়রা বাইকচালক, তাঁর স্ত্রী ও সন্তানকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় এক হাসপাতালে। সেখানে গিয়ে গুরুতর জখম অবস্থায় ভর্তি করা হয় তিনজনকে। ঘটনার জেরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বর্তমানে ওই রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ৷ দীর্ঘ এক মাস তল্লাশির পর গাড়িটিকে শনাক্ত করে অভিযুক্ত চালককে গ্রেপ্তার করে পুলিশ৷