আজকাল ওয়েবডেস্ক: গ্যাংটকে শনিবার সন্ধ্যায় ভয়াবহ পথ দুর্ঘটনা। পাকিয়ং জেলার লামাতেনে পর্যটকদের বহনকারী একটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। মর্মান্তিক এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই জনের। 

 

 

 

জানা গিয়েছে, ওই মৃত দু'জন কলকাতার বাসিন্দা। এর মধ্যে একজন শিশুও রয়েছে। মৃত তরুণীর নাম পায়েল শাসমল। তাঁর আড়াই বছরের মেয়ে শ্রীরোকা শাহ এবং তাঁর ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। মৃত মহিলার স্বামী সোবহান শাসমল গুরুতর আহত হয়েছেন। এ ছাড়া গাড়ির চালক ও অপর একজন যাত্রীও আহত হয়েছেন। জানা গিয়েছে, গাড়িটিতে মোট ছয়জন ছিলেন। সকলেই কলকাতার বাসিন্দা। ভিন্ন পরিবারের হলেও একইসঙ্গে সিকিমের একাধিক জায়গা ঘুরে জুলুক ফিরছিলেন তাঁরা। 

 

 

 

রোংলি ডিভিশন থেকে প্রায় আট কিলোমিটার দূরে রংলি মেনলা রোডের জাতীয় সড়ক লামাতেনে শনিবার সন্ধ্যা ছয়টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বর্তমানে ওই জাতীয় সড়কটি চওড়া করার কাজ চলছে, ফলে চাকা পিছলে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান চলছে।