আজকাল ওয়েবডেস্ক: ভরদুপুরে ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটকের বিস্তীর্ণ এলাকা। একটি চিনির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। বয়লার ফেটে এখনও পর্যন্ত একাধিক শ্রমিকের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেলগাভি জেলায়। পুলিশ জানিয়েছে, এক চিনির কারখানায় বিস্ফোরণ ঘটে। বয়লার বিস্ফোরণে এখনও পর্যন্ত দু'জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও আটজন শ্রমিক।
পুলিশ আরও জানিয়েছে, মারাকুম্ভি গ্রামে ইনামদার চিনির কারখানায় আচমকাই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। দুপুর দু'টো নাগাদ বিস্ফোরণে কারখানা কেঁপে ওঠে। আতঙ্কে হুড়োহুড়ি শুরু হয়। কোনও মতে পালিয়ে বেঁচে যান অধিকাংশের বেশি শ্রমিক।
বেলগাভির পুলিশ আধিকারিক কে রামারঞ্জন জানিয়েছেন, দুর্ঘটনায় আটজন গুরুতর আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কীভাবে বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে, তা ঘিরে উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
২০২০ সালে কর্ণাটকের বাগালকোট জেলায় একটি চিনি কারখানার বয়লার বিস্ফোরণে কমপক্ষে ছয়জন নিহত হয়েছিলেন। কুলালি গ্রামের চিনি কারখানার বয়লারে বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। বেঙ্গালুরু থেকে প্রায় ৫৫০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত মুধোল থেকে পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। বিস্ফোরণে কমপক্ষে আরও তিনজন আহত হয়েছিলেন, কর্মকর্তা আরও জানিয়েছিলেন।
২০২১ সালে শিবমোগায় একটি পাথর খাদানে বিস্ফোরণের জেরে ১৫ জন প্রাণ হারিয়েছিলেন। গত বছর ক্রিসমাসের উৎসবে মেতে ওঠা কর্নাটকেও দুর্ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার সন্ধেয় বিস্ফোরণে কেঁপে ওঠে মাইসুরুর অম্বা বিলাস প্যালেস। ঐতিহাসিক প্যালেসের কাছেই জোরাল বিস্ফোরণ ঘটে। এই বিস্ফোরণের জেরে কমপক্ষে একজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন বহু। বেলুন ভর্তি করার জন্য ব্যবহৃত গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বেলুন বিক্রেতার। গুরুতর আহত এক মহিলা-সহ আরও চারজন। নিহত বা আহতদের পরিচয় সম্পর্ক স্পষ্ট কিছু জানায়নি পুলিশ।
