আজকাল ওয়েবডেস্ক: দিল্লি জুড়ে আতঙ্ক। শুক্রবার দিল্লির ২০টিরও বেশি স্কুলে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। ভয়ের আবহে শিক্ষার্থীদের স্কুল প্রাঙ্গন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এই নিয়ে দিল্লির স্কুলে বোমা হুমকির চতুর্থ দিন, এখনও পর্যন্ত দিল্লির ৩০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে।
হুমকি ইমেল পাওয়া স্কুলগুলির মধ্যে রয়েছে, পশ্চিম বিহারের রিচমন্ড গ্লোবাল স্কুল এবং রোহিণী সেক্টর ৩-এ অবস্থিত অভিনব পাবলিক স্কুল।
দিল্লি পুলিশ এবং দমকল বিভাগের দল স্কুলগুলিতে দ্রুত তল্লাশি অভিযান শুরু করে। তবে বেশিরভাগ স্কুলেই হুমকিগুলি ভুয়ো বলে প্রমাণিত হয়েছে।
চলতি সপ্তাহের প্রথম তিন দিনে, দিল্লির ১১টি স্কুল এবং একটি কলেজে একই ধরণের হুমকি ইমেল পেয়েছিল।
বার বার এ ধরনের হুমকি মেল ইস্যুতে দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা শিক্ষা বিভাগের প্রধান, আপ নেতা আতিশি বিজেপি সরকারকে নিশানা করেছে। বলেচেন, "আমাদের শিশুদের নিরাপত্তা বা সুরক্ষা প্রদানে ব্যর্থ বিজেপি সরকার।"
এক্সবার্তায় আতিশি লিখেছেন, "আজ ২০টিরও বেশি স্কুলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে! ভাবুন শিশু, অভিভাবক এবং শিক্ষকরা কতটা কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন। বিজেপি দিল্লির শাসনব্যবস্থার চারটি ইঞ্জিনই নিয়ন্ত্রণ করে, তাও আমাদের শিশুদের কোনও সুরক্ষা দিতে পারছে না! মর্মান্তিক!"
বুধবার, দিল্লিতে জাতীয় রাজধানী জুড়ে স্কুলগুলিতে একই রকম বোমা হামলার হুমকির ঘটনা ঘটেছিল। তবে, স্কুলগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার পরে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।
সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দ্বারকার সেন্ট থমাস স্কুলে বোমা হামলার হুমকি পাঠানোর জন্য ১২ বছর বয়সী এক ছাত্রকে আটক করা হয়েছে। ডেপুটি কমিশনার অফ পুলিশ (দ্বারকা) অঙ্কিত সিং বলেছেন, "অভিযুক্তকে কাউন্সেলিং করে তার পরিবারের সদস্যদের কাছে ফেরৎ পাঠানো হয়েছে।"
দিল্লি পুলিশ, বোমা নিষ্ক্রিয়কারী স্কোয়াড (বিডিএস) এবং ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছেছে, সন্দেহজনক বস্তু উদ্ধারে স্কুল প্রাঙ্গণে তল্লাশি চালাচ্ছে। বারবার হুমকির ফলে জাতীয় রাজধানী জুড়ে সতর্কতা বৃদ্ধি পেয়েছে এবং শিক্ষার্থী-স্কুল কর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
আরও পড়ুন- ভারতের বড় কূটনৈতিক সাফল্য, লস্করের শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' নিয়ে বিরাট ঘোষণা আমেরিকার
দিল্লিতে বোমা হামলার হুমকি অব্যাহত। ১৬ জুলাই দ্বারকা, বসন্ত কুঞ্জ, পশ্চিম বিহার এবং হাউজ খাসের মতো এলাকায় কমপক্ষে পাঁচটি স্কুল সতর্কতা জারি করেছে। ভোর ৫:২৬ থেকে ৮:১২ এর মধ্যে হুমকিমূলক ইমেলগুলি পাওয়া যায়, যার ফলে দ্রুত বোমা স্কোয়াড, পুলিশ এবং সাইবার বিশেষজ্ঞদের মোতায়েন করা হয়। এখনও পর্যন্ত কোনও বিস্ফোরক পাওয়া যায়নি।
উল্লেখযোগ্যভাবে, দ্বারকার সেন্ট থমাস স্কুল এবং বসন্ত কুঞ্জের বসন্ত ভ্যালি স্কুলকে আবারও লক্ষ্যবস্তু করা হয়েছে, কারণ সপ্তাহের শুরুতে একই ধরনের হুমকির সম্মুখীন হয়েছিল। মঙ্গলবার, সেন্ট স্টিফেনস কলেজ এবং সেন্ট থমাস স্কুলকেও হুমকি দেওয়া হয়েছিল। সেন্ট স্টিফেনসকে পাঠানো ইমেলটি-তে ভীতিকরভাবে দাবি করা হয়েছিল যে- স্কুল প্রাঙ্গণ এবং লাইব্রেরিতে একাধিক আইইডি এবং আরডিএক্স বোমা রাখা হয়েছে, যাতে দুপুর দু'টোর মধ্যে বিস্ফোরণের হুমকি দেওয়া হয়েছে। পুলিশ ক্যাম্পাসটি ঘিরে রেখেছে, কিন্তু কোনও সন্দেহজনক জিনিস পাওয়া যায়নি।
আরও পড়ুন- লাদাখে দু'টি ড্রোন ধ্বংস করে নজির, ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থায় নতুন মাইলস্টোন 'আকাশ প্রাইম'
একদিন আগে, ১৭ জুলাই, আরও তিনটি স্কুল - দ্বারকা সেক্টর ১৬-এর সিআরপিএফ স্কুল, প্রশান্ত বিহারের সিআরপিএফ স্কুল এবং চাণক্যপুরীর নেভি চিলড্রেন স্কুল - একই ধরনের হুমকি পেয়েছিল। আবারও, সবগুলিই ভুয়ো বলে প্রমাণিত হয়েছিল।
গত তিন দিনে মোট নয়টি স্কুল এবং একটি কলেজকে লক্ষ্যবস্তু করা হয়েছে, এখনও পর্যন্ত কোনও প্রকৃত বিস্ফোরক পাওয়া যায়নি। তদন্ত চলছে, এবং দিল্লিতে উচ্চ সতর্কতা জারি থাকায় সাইবার ক্রাইম দল হুমকিমূলক ইমেলের উৎস খুঁজে বের করার জন্য সক্রিয়ভাবে কাজ করছে।
