আজকাল ওয়েবডেস্ক: হাই কোয়ালিটির রিল বানাতে চাই আইফোন। দামী ফোন চুরি করতে গিয়ে শেষমেশ এক তরুণের গলা কেটে খুন করল দুই কিশোর। ফোন চুরি করেই পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বাহরাইচে। পুলিশ জানিয়েছে, ২০ জুন ঘটনাটি ঘটেছে। ১৯ বছরের সাদাব নামের এক তরুণ উত্তরপ্রদেশে আত্মীয়ের বাড়িতে ঘুরতে আসেন। তিনি বেঙ্গালুরুতে থাকতেন। জুন মাসে তাঁর মামার বিয়ে ছিল। সেই উপলক্ষ্যেই গ্রামে আসেন। তাঁর আইফোনটি দেখেই স্থানীয় দুই কিশোর চুরি করার পরিকল্পনা করেছিল।
জানা গেছে, ২০ জুন সাদাবকে নিয়ে ১৪ ও ১৬ বছরের দুই কিশোর রিল বানাতে গিয়েছিল। রিল বানানোর পর তরুণের গলা ধারালো ছুরি দিয়ে কাটে। তারপর ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে। রক্তাক্ত দেহটি কুয়োয় ফেলে পালিয়ে যায়। ২১ জুন থেকে তরুণের খোঁজ শুরু করে পুলিশ। কয়েক ঘণ্টা পর সেই কুয়ো থেকে তাঁর দেহটি উদ্ধার করা হয়।
দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর দুই কিশোর খুনের ঘটনাটি স্বীকার করেছে। এও জানিয়েছে, রিল বানানোর জন্য আইফোন দরকার ছিল তাদের। হাই কোয়ালিটির রিল না বানালে লাইক, কমেন্ট পাওয়া যায় না। চারদিন আগেই খুনেরপরিকল্পনা করেছিল। ধারালো ছুরি দিয়ে যে দুই কিশোরকে খুনে সাহায্য করেছিল, পুলিশ তাকেও গ্রেপ্তার করেছে।
