আজকাল ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশের আনজাউ জেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। শ্রমিকদের নিয়ে যাচ্ছিল একটি ট্রাক। পাহাড়ের সরু রাস্তা থেকে যেতে গিয়ে মাঝরাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গভীর খাদে পড়ে যায় ট্রাকটি৷ ঘটনার জেরে কমপক্ষে ২১ জন শ্রমিকের মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে বেঁচে গিয়েছেন একজন।মেটেংলিয়াং-এর কাছে এই ঘটনাটি ঘটেছে।
ঘটনার জেরে পুলিশ সুপার অনুরাগ দ্বিবেদী জানিয়েছেন, মোট ২২ জন শ্রমিক ৭ ডিসেম্বর অসমের তিনসুকিয়া থেকে চাগলাগামে কাজের জন্য যাচ্ছিলেন। কিন্তু ১০ ডিসেম্বর পর্যন্ত তাঁরা গন্তব্যে না পৌঁছানোয় তাঁদের সহকর্মীরা হায়ুলিয়াং থানায় খোঁজখবর শুরু করেন।
তল্লাশি চালানোর সময় একটি সেনা ক্যাম্প থেকে পুলিশকে জানানো হয় যে, আহত অবস্থায় এক ব্যক্তি সেখানে পৌঁছন। তিনি জানান, তাঁর ট্রাক ২১ জন সহকর্মীকে নিয়ে খাদে পড়ে গিয়েছে। তাঁকে সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর পরবর্তী চিকিৎসার জন্য অসমে পাঠানো হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ৮ ডিসেম্বর রাতে এই দুর্ঘটনা ঘটে। রাত ৮টা থেকে ৯টার মধ্যে চাগলাগাম থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে ট্রাকটি রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যায়। এমনকী ওই এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় প্রায় দু'দিন ধরে দুর্ঘটনার খবর জানা যায়নি।
বেঁচে যাওয়া শ্রমিকের বয়ান অনুযায়ী, পুলিশ দ্রুত দুর্ঘটনাস্থল শনাক্ত করে। এরপর সেনা, স্থানীয় পুলিশ ও প্রশাসনের দল উদ্ধার কাজে নামে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ডাকা হয়েছে।
ডিএসপি হাবুং সামা জানিয়েছেন, "এখনও পর্যন্ত ১৭টি মৃতদেহ দেখতে পাওয়া গিয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে, কারণ খাদটি প্রায় ৭০০ মিটার গভীর।" তিনি আরও বলেন, ঘটনাটিকে আপাতত নিছক দুর্ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। কর্মকর্তারা জানিয়েছেন, মৃত ২১ জন শ্রমিকের মধ্যে ১৮ জনই অসমের তিনসুকিয়া জেলার জিলাপুখুরি চা বাগানের বাসিন্দা।
