আজকাল ওয়েবডেস্ক: ভয়াবহ ঘটনার সাক্ষী এবার ত্রিপুরাবাসী। এক মর্মান্তিক ঘটনায় অ্যাসিড হামলায় আক্রান্ত হলেন এক মহিলা। জানা গিয়েছে, সিপাহিজালা জেলার সোনামুরা এনসি নগরে ঘটনাটি ঘটে৷ খবর পেয়েই ত্রিপুরা পুলিশ তদন্ত শুরু করেছে। সূত্রের খবর, ওই মহিলা বর্তমানে আগরতলার গোবিন্দ বল্লভপন্ত (জিবিপি) হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাত ও পায়ে পুড়ে যাওয়ার আঘাত রয়েছে। বর্তমানে তিনি স্থিতিশীল আছেন বলে পুলিশ জানিয়েছে৷ ঘটনার জেরে ভীত সন্ত্রস্ত সবাই৷ 

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার রাতে ঘটনাটি ঘটে। রাতের দিকে ওই মহিলা তাঁর বাড়ির বাইরে শৌচাগার ব্যবহার করতে গিয়েছিলেন। তখনই আচমকা এই আক্রমণ ঘটে। সন্দেহ করা হচ্ছে, হামলাকারীরা ওই মহিলার পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দা। ওই মুহূর্তেই তাঁকে দ্রুত সোনামুড়ার একটি স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতির কারণে চিকিৎসকরা তাঁকে জিবিপি হাসপাতালে রেফার করেন।

জানা গিয়েছে, ওই মহিলা তাঁর একমাত্র সন্তানের সঙ্গে সোনামুড়ায় থাকেন। তাঁর স্বামী চাকরিসূত্রে থাকেন বিদেশে। পার্শ্ববর্তী গ্রামের ওই তিন অভিযুক্তের বিরুদ্ধে সোমবার একটি এফআইআর দায়ের করা হয়েছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

অন্যদিকে, কিছুদিন আগে উত্তর ত্রিপুরার ধর্মনগরে এক ব্যক্তিকে চোর সন্দেহে তাঁর মামীর উপর অ্যাসিড ছুঁড়ে মারার অভিযোগ করা হয়৷ গুরুতরভাবে আহত হন ওই মহিলা। তবে গোটা ঘটনাটি এখনও তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ৷