আজকাল ওয়েবডেস্কঃ ওড়িশায় সম্প্রতি তিন দুর্বৃত্তের গুলিতে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাটি ঘটে ভদ্রক জেলায়৷ ছিনতাই করার উদ্দেশে এই ঘটনা৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়৷  অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে ইতিমধ্যেই৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্র মারফত, ব্যক্তির নাম বিদ্যাধর পাত্র। বেলামালা গ্রামের বাসিন্দা তিনি। শনিবার রাতে কাজ সেরে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ঠিক সেই মুহূর্তে তিনজন অপরিচিত এসে তাঁকে লক্ষ্য করে গুলি করে। মুহূর্তের মধ্যে ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তাঁকে প্রথমে ভদ্রক জেলা সদর হাসপাতালে (ডিএইচএইচ) নিয়ে যাওয়া হয়। পরে তাঁর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কটকের এসসিবি মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশ সূত্রে খবর, প্রমাণ সংগ্রহের জন্য ফরেনসিক দল মোতায়েন করা হয়েছে। হামলার আগে এবং পরে দুর্বৃত্তদের গতিবিধি শনাক্ত করার জন্য এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। ডাকাতিই মূল উদ্দেশ্য বলে মনে হলেও অন্যান্য দিকগুলিও তদন্ত করা হচ্ছে।

বর্তমানে প্রত্যক্ষদর্শী এবং আশেপাশের দোকানদারদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্তবর্তী জেলা পুলিশকে টহল জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। গোটা ঘটনা পুলিশ খতিয়ে দেখছে৷