আজকাল ওয়েবডেস্ক : দিল্লিতে ক্রমেই বাড়ছে বায়ুদূষণের মাত্রা। টানা তিনদিন ধরে এই বায়ুদূষণের মাত্রা বৃদ্ধিতে রীতিমতো নাজেহাল অবস্থা সেখানকার বাসিন্দাদের। বায়ুদূষণের পরিমান এতটাই খারাপ পরিস্থিতি গিয়েছে যে এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাও বিষয়টি নিয়ে চিন্তিত। পরিস্থিতি একটাই ঘোরালো হয়ে উঠেছে যে নিঃশ্বাস নেওয়া কার্যত কষ্টকর হয়ে পড়ছে। চিকিৎসকরা জানিয়েছেন, শিশু এবং বয়স্কদের চোখের নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। ফুসফুসেরও নানা ধরনের কষ্ট নিয়ে প্রতিদিনই বাড়ছে রোগীদের সংখ্যা। এই অবস্থায় বাড়ি থেকে কাজ ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই এবং কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব নিজেদের মধ্যে এনিয়ে দীর্ঘ আলোচনা করেছেন। দ্রুত এই পরিস্থিতি থেকে মুক্তি হবে না বলে দুজনেই প্রায় একমত। দূষণের পাশাপাশি দিল্লিতে কমছে তাপমাত্রা। ফলে রাতের দিকে বাড়তি কুয়াশা তৈরি হচ্ছে। এরফলে পরিস্থিতি আরও ঘোরালো রূপ ধারণ করছে। ইতিমধ্যেই স্কুল-কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে, বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যা। কিন্ত কৃষকদের জ্বালানি যত কম হবে ততই কমবে এই পরিস্থিতি এমনটাই মনে করছে বিজ্ঞানীরা। তারা জানিয়েছে, দিল্লি বরাবরই দূষণের চাদরে ঢাকা পড়ে যায়। তবে এবারে পরিস্থিতি অনেকটাই জটিল। সামনেই আলোর উৎসব দীপাবলি। সেখানে সকলকে শুধু আলো জ্বালিয়েই দীপাবলি পালনের অনুরোধ করেছে দিল্লির সরকার।
