আজকাল ওয়েবডেস্ক: বর্ষশেষের উদযাপনে মেতে উঠেছিল গোয়া। তখনই ঘটল বিপত্তি। জনপ্রিয় নাইটক্লাবে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। দাউদাউ আগুনে জীবন্ত দগ্ধ কমপক্ষে ২৫ জন। মৃতদের মধ্যে অনেকেই পর্যটক রয়েছেন। আহত আরও অনেকে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে নর্থ গোয়ার বাগা সমুদ্র সৈকতের কাছে আরপোরায়। পুলিশ জানিয়েছে, বির্চ বাই রোমিও লেন নামের জনপ্রিয় নাইটক্লাবেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডটি ঘটেছে রাত একটা নাগাদ। সেই সময় কয়েকজন পর্যটক ছিলেন নাইটক্লাবে। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, নাইটক্লাবের রান্নাঘরের পাশেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকাণ্ডটি ঘটেছে। কিন্তু গোয়া ডিজিপি জানিয়েছেন, পরীক্ষা করে দেখা গেছে নাইটক্লাবের গ্যাস সিলিন্ডার অক্ষত অবস্থায় রয়েছে। অর্থাৎ গ্যাস সিলিন্ডার ফেটে অগ্নিকাণ্ড ঘটেনি।
পুলিশ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের জেরে ২৫ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক রয়েছেন। বাকিরা ওই নাইটক্লাবের কর্মী। আহত হয়েছেন আরও ৫০ জন। তাঁরা গোয়া মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যে গোটা নাইটক্লাবে দাউদাউ আগুন ছড়িয়ে পড়ে। যার জেরে সকলেই পালিয়ে বাঁচতে পারেননি। অনেকেই রান্নাঘরের মধ্যে আটকে পড়েছিলেন। রাতেই দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘণ্টা দুয়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে ওই নাইটক্লাবে। যা বর্তমানে পুড়ে খাক। আহত ও নিহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
গোয়ার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ জানিয়েছেন, জনপ্রিয় নাইটক্লাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল কিনা, নিরাপত্তায় কী কী গাফিলতি ছিল, গ্যাস কানেকশনের সিস্টেম, এমার্জেন্সি পথ কটি ছিল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে নাইটক্লাবটি সিল করে দেওয়া হয়েছে। নাইটক্লাবের ম্যানেজার ও মালিককে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, নাইটক্লাবে অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না।
গোয়ার মুখ্যমন্ত্রী ড. প্রমোদ সাওয়ান্ত এই ঘটনাকে 'অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা' বলে মন্তব্য করেছেন। এক্স হ্যান্ডেলে শোকপ্রকাশ করে লিখেছেন, 'গোয়ায় আজ অত্যন্ত দুঃখজনক দিন। আরপোরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৩ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমি ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন করেছি ও উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি।'
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও গোয়ার নাইটক্লাবের ঘটনায় শোকপ্রকাশ করে, ঝলসে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শোকপ্রকাশ করেছেন এই ঘটনায়। মুখ্যমন্ত্রীর সঙ্গেও ফোনে যোগাযোগ করে তদন্তের অগ্রগতি নিয়ে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর দপ্তর পিএমও-র তরফে গোয়ার নাইটক্লাবে মৃতদের পরিবার পিছু দু'লক্ষ টাকা এবং আহতদের পরিবার পিছু ৫০ হাজার টাকা আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে।
