আজকাল ওয়েবডেস্ক: মাথায় নানা সময়ে নানা প্রশ্ন আসে, কৌতূহল তৈরি হয়। কিন্তু বর্তমান সময়ে সেসব নিরসনের জন্য সবসময় বইয়ের পাতা উল্টাতে হয় না। এখন হাতের কাছেই গুগল সার্চ করলেই পাওয়া যায় তথ্য।  গোটা মাস জুড়ে কোন দেশের বাসিন্দারা কী সার্চ করছেন গুগলে, তার আবার হিসেবও পাওয়া যায়। অক্টোবর জুড়ে দেশবাসী কী কী খুঁজেছেন গুগল-এ? তালিকা এল সামনে। সবথেকে বেশি সার্চ হয়েছে যে তিনটি বিষয়ে, সেগুলিতে নজর দেওয়া যাক।

রতন টাটা- ৯ অক্টোবর প্রয়াত হন শিল্প জগতের মহীরুহ রতন টাটা। তাঁর প্রয়াণের পর, দেশ-বিদেশের বিশিষ্ট ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়েছেন সমাজমাধ্যমে। সমীক্ষার তথ্য বলছে, অক্টোবর জুড়ে গুগলে বহুবার সার্চ হয়েছে রতন টাটার নাম। টাটা সন্সের চেয়ারম্যান, তাঁর জীবন যাপন, তাঁর প্রেম, তাঁর সম্পত্তি একাধিক বিষয়ে বারবার সার্চ করা হয়েছে গুগলে।

ভারতীয় মহিলা ক্রিকেট দল- অক্টোবর মাসে মহিলাদের ক্রিকেটের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস,  বিশেষ করে ভারতীয় জাতীয় দলের জন্য।  আন্তর্জাতিক টুর্নামেন্টে তাঁদের পারফরম্যান্স জনসাধারণের মনোযোগ কেড়েছে। সমীক্ষা বলছে শুধু মনযোগ আকর্ষণ নয়, মহিলাদের খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করেছে নতুন করে। 

সরকারি রেজাল্ট.কম- যুবক সম্প্রদায়, যাঁরা পড়াশোনা শেষ করে কাজ খুঁজছেন, স্বাবলম্বী হতে চাইছেন। গুগলে বারবার তাঁরা সার্চ করেছেন সরকারি রেজাল্ট ডট কম-এ। এই সাইটটি পরীক্ষার ফলাফল, প্রবেশপত্র এবং চাকরির বিজ্ঞপ্তি সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। সরকারী পদের জন্য ক্রমবর্ধমান প্রতিযোগিতার যুগে ব্যক্তিরা আপডেট থাকতে এই ওয়েবসাইট ফলো করে থাকেন।