আজকাল ওয়েবডেস্ক : আজ সেই বিশেষ দিন। গোটা ভারত যখন ঘুমিয়ে পড়বে তখন হবে নতুন কাহিনী। পৃথিবী পাবে তার নতুন চাঁদ। যাকে সবাই মিনি মুন বলে ডাকছে। এটি পৃথিবীর সঙ্গে থাকবে মাত্র ৫৩ দিন। তারপর সে আবার ফিরে যাবে সৌর পরিবারের মধ্যে। যেন কিছুদিনের জন্য এসে পৃথিবীর খোঁজ নেওয়া। ভাই তুমি কেমন আছো। সেটা জানতেই যেন আসা।
২০২৪ পিটিফাইভ হল এই দ্বিতীয় চাঁদ। বস্তুত সেটি একটি ক্ষুদ্র গ্রহাণু। এটিই হবে পৃথিবীর টেম্পোরারি অর্থাৎ অস্থায়ী 'মিনি মুন'। প্রথম এর অস্তিত্ব সম্পর্কে জানা যায় নাসার অ্যাস্টরিয়ড টেরেস্ট্রিয়াল ইম্প্যাক্ট লাস্ট অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে। মনে করা হচ্ছে আয়তনে এটি মাত্র ৩৩ ফুট প্রশস্ত।
মধ্যাকর্ষণ থেকে বেরিয়ে আসার আগে, সেপ্টেম্বরের শেষ থেকে নভেম্বরের শেষ পর্যন্ত পৃথিবী গ্রহকে প্রদক্ষিণ করবে এই গ্রহাণু। ২৯ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর ওই সময়কাল।
বারবার ক্ষুদ্র গ্রহাণুরা এসেছে, কেউ কেউ বারবার এসেছে। যেমন এনএক্স ওয়ান, ১৯৮১ এবং ২০২২- এ সাময়িক ভাবে পৃথিবীর আকাশে ছিল। বিজ্ঞানীরা মনে করছেন, ২০২৪ পিটিফাইভ আবার ২০৫৫ সালে পৃথিবীর আকাশে ফিরে আসবে।
