আজকাল ওয়েবডেস্ক: বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার মারা গিয়েছেন। এরপরেই দুর্ঘটনা সংক্রান্ত একের পর এক তথ্য উঠে আসছে। মহারাষ্ট্রের বারামতীতে বিমান দুর্ঘটনার নতুন একটি ভিডিও প্রকাশ্যে এসেছে বুধবার রাতে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডিজিটাল। সেই ভিডিওয় দেখা গিয়েছে, আকাশেই নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে নীচে নেমে আসছে বিমানটি। শূন্যে কয়েক বার পাল্টি খেয়ে নজরের বাইরে বেরিয়ে গেল সেটি। তার পরেই বিস্ফোরণ ও আগুনের ফুলকি দেখা গেল।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, বারামতীর একটি মন্দিরের কাছে চাটার্ড বিমানটি দ্রুত গতিতে নীচের দিকে নেমে আসছে। আকাশেই কয়েক বার পাল্টি খেয়ে সেটি কিছুক্ষণের জন্য চোখের আড়ালে চলে গেল। তার পরেই বিস্ফোরণের আগুন দেখা গেল ঝোপঝাড়ের ওপার থেকে। এই ভিডিও থেকেই স্পষ্ট যে, অবতরণ করার আগেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়েছিল। তার পরেই সেটি রানওয়ে ছোঁয়ার আগেই জমিতে আছড়ে পড়ে কয়েক টুকরো হয়ে ভেঙে যায় এবং সেটিতে আগুন ধরে যায়।
এর আগে প্রকাশ্যে আসা সিসি ক্যামেরার একটি ফুটেজে দেখা গিয়েছিল, দুর্ঘটনাগ্রস্ত বিমানটি একটি ছোট দোকানের পিছনে গিয়ে ধাক্কা মারছে। তার পরেই বিমানটি থেকে আগুন এবং গলগল করে ধোঁয়া বেরোচ্ছে। এই ভিডিওর সত্যতাও যাচাই করেনি আজকাল ডিজিটাল।
বুধবার সকালে মুম্বই বিমানবন্দর থেকে বারামতীর উদ্দেশে রওনা দিয়েছিল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী তথা এনসিপি নেতা অজিতের বিমান। লিয়ারজেট–৪৫ সংস্থার ছোট আকারের ব্যক্তিগত ওই বিমানে আট থেকে ন’জনের বসার জায়গা ছিল। বিমানটি ভেঙে পড়ে ৮টা ৪৫ মিনিট নাগাদ।
প্রাথমিক তদন্তে অজিত পাওয়ার যে বিমানে ছিলেন তার কোনও গোলমাল শনাক্ত করা যায়নি। জানা গিয়েছে, ওড়ার ১০ মিনিটের মাথায় অজিতের বিমান সমুদ্রপৃষ্ঠ থেকে ছ’কিলোমিটার উচ্চতায় পৌঁছে গিয়েছিল। তখন তার গতি ছিল ১০৩৬ কিলোমিটার প্রতি ঘণ্টা। এই গতিবেগেই উড়েছে বিমান। ভেঙে পড়ার ঠিক আগের মুহূর্তে বিমানটির উচ্চতা কমে এসেছিল ১০১৬ মিটারে। গতিবেগ ছিল ২৩৭ কিলোমিটার প্রতি ঘণ্টা। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (ডিজিসিএ) জানিয়েছে, ভেঙে পড়ার আগের মুহূর্তে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) সঙ্গে যোগাযোগ করেছিলেন পাইলট। জানিয়েছিলেন, রানওয়ে তিনি দেখতেই পাচ্ছেন না। তার পর বিমানটিকে এক বার চক্কর খাইয়ে ফের অবতরণের চেষ্টা করেন। এই সময় পাইলট জানিয়েছিলেন তিনি রানওয়ে দেখতে পাচ্ছেন। কিন্তু তার পরেই বিমানটি ভেঙে পড়ে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে বিমানটির ব্ল্যাক বক্স খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, বৃহস্পতিবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বারামতীতে অজিত পাওয়ারের শেষকৃত্য সম্পন্ন হবে।
