আজকাল ওয়েবডেস্ক: আক্রান্ত বাঙালি, লাঞ্ছিত বাংলা। সঙ্গে বিহারের এসআইআর এবং ভোটচুরির অভিযোগ। প্রতিবাদে মুখর তৃণমূল কংগ্রেস। সংসদের ভিতর-বাইরে সোচ্চার জোড়া-ফুল শিবির, সঙ্গে ইন্ডিয়া জোটের অন্য়ান্য দলগুলি। এবার এই বিক্ষোভে শামিল হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা লোকসভার দলনেতা অভিষেক ব্য়ানার্জিও।

বাংলা ও বাঙালিদের অপমান-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সাংসদদের সরব হওয়ার নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সেই নির্দেশ মেনেই শুক্রবার সংসদের অধিবেশন শুরুর আগে তৃণমূলের লোকসভা ও রাজ্যসভার সাংসদরা সংসদ চত্বরে মকরদ্বারের সামনে প্রতিবাদ জানান। 

তৃণমূল সাংসদদের হাতে ছিল প্রতিবাদী ব্যানার। তাতে লেখা- 'জাতীয় সংগীতের অপমান দেশদ্রোহিতার সমান', 'বাংলা ও বাঙালির অপমান মানছি না মানব না', 'বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী ও বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে কেন জবাব দাও', বিহারের ভোটার তালিকা সংশোধনের কথা উল্লেখ করে 'চুপি চুপি ভোট চুরি।' 

এর পাশাপাশি বিহারের এসআইআর এবং নির্বাচন কমিশনের ভোটচুরির অভিযোগেও সংসদ চত্বরে বিক্ষোভ দেখান ইন্ডিয়া জোটের সাংসদরা। সেই বিক্ষোভেও শামিল হয় তৃণমূল। সেখানে দোলা সেন, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়াদের সঙ্গে যোগ দেন অভিষেক নিজেও। স্লোগান ওঠে, 'নির্বাচন কমিশন হায় হায়', 'নির্বাচন কমিশন শেম শেম'। 

?ref_src=twsrc%5Etfw">August 8, 2025

উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে ইন্ডিয়া ডোটের সাংসদদের সংসদে পারস্পারিক সমন্বয় নিয়ে আলোচনা হয়। রাহুলের অনুরোধে ওই বৈঠকে যোগ দিয়েছিলেন অভিষেক ব্যানার্জিও। এরপরই শুক্রবার সংসদ চত্বরে ফের ইন্ডিয়া জোটের সমন্বয়ের ছবি চোখে পড়ল।

এদিন সংসদে যাওয়ার আগে অভিষেক একবার দলীয় দপ্তরে যান। সেখানে সদ্য লোকসভার দলনেতার দায়িত্ব পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেন সাংসদরা। এছাড়া উপদলনেতা শতাব্দী রায় এবং চিফ হুইপ কাকলি ঘোষ দস্তিদারকেও সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন-  'বন্ধু' ট্রাম্পই এখন 'খলনায়ক', শুল্ক বিতর্ক মাথাচাড়া দিতেই মোদির রাজ্যের বাংলো থেকে সরল ট্রাম্পের ব্যানার