আজকাল ওয়েবডেস্ক: শতাধিক শিক্ষক-অশিক্ষক কর্মীর কাজের চুক্তি পুনর্নবীকরণ না করার কথা জানানো হয়েছিল সংস্থার পক্ষ থেকে। তবে সেই চুক্তি প্রত্যাহার করে নিল টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেস এককথায় টিআইএসএস। জানানো হয়েছিল, মুম্বই। তুলজাপুর। হায়দরাবাদ এবং গুয়াহাটির মোট ৪টি জায়গায় ৫৫ জন শিক্ষক এবং ৬০ জন শিক্ষক কর্মীর চুক্তি আর এগিয়ে নিয়ে যাওয়া হবে না। রবিবার তাঁদের চুক্তি শেষ হওয়ার কথা ছিল। তবে নোটিস প্রত্যাহার করে, তাঁদের কাজ চালিয়ে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে রবিবার। সমস্যা সমাধানে টাটা এডুকেশন ট্রাস্ট টিআইএসএস এর সঙ্গে আলোচনায় বসেছে এবং সমাধানে পাশে থাকার আশ্বাস দিয়েছে।
