আজকাল ওয়েবডেস্ক: ঘুমের মধ্যে বিছানা নোংরা করে ফেলেছিল তিন বছরের একরত্তি। আর সেই রাগে তাকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল মায়ের লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের সোলারপুরের এই ঘটনায় স্তম্ভিত স্থানীয় বাসিন্দারা। পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। ঘটনা জানাজানি হতে রীতিমতো হুলুস্থুল চারিদকে৷ 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১১ ডিসেম্বর রাতে। মৃত শিশুর নাম ফারহান। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মৌলালি ওরফে আকবর রাজা সেই রাতে মদ্যপ অবস্থায় ছিল। শিশুটি তার পাশেই ঘুমাচ্ছিল। ঘুমের ঘোরে ফারহান বিছানায় মলত্যাগ করে ফেললে প্রচণ্ড রেগে যায় ৪৪ বছরের মৌলালি। অভিযোগ, এর পরেই সে শিশুটিকে বেধড়ক মারধর করে এবং গলা টিপে ধরে।

ফারহানের মা শাহনাজ শেখ পেশায় পরিচারিকা। তিনি কাজ থেকে বাড়ি ফিরলে অভিযুক্ত মৌলালি দাবি করে, শিশুটি খাট থেকে আচমকা পড়ে গিয়ে আঘাত পেয়েছে। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানকার চিকিৎসকরা যখন শিশুটিকে অন্য কোনও বড় সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন, তখন ভয় পেয়ে যায় অভিযুক্ত। পুলিশের হাত থেকে বাঁচতে শাহনাজ ও ফারহানকে নিয়ে সে কর্ণাটকের বিজয়পুরে পালিয়ে যায়। সেখানে বাসস্ট্যান্ডে তাঁদের ফেলে রেখেই চম্পট দেয় মৌলালি।

শেষমেশ শাহনাজ তাঁর প্রথম স্বামীর সাহায্যে শিশুটিকে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা ফারহানকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জানানো হয়েছে, শ্বাসরোধ করার কারণেই শিশুটির মৃত্যু হয়েছে।

সোলারপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্ত মৌলালিকে পাকড়াও করা হয়েছে। একইসঙ্গে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। জানা গিয়েছে, শাহনাজ ও মৌলালি দুজনেই বিজয়পুরের বাসিন্দা। মাসখানেক আগেই তাঁরা সোলারপুরে থাকতে এসেছিলেন। বর্তমানে পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে।