আজকাল ওয়েবডেস্ক: ভরদুপুরে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে এক কৃষকের থেকে ২৫ লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠল তিন দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের অশোকনগর জেলার তমোইয়া চাক ও মোহরি গ্রামের মাঝামাঝি রাস্তায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত ওই কৃষকের নাম লখবিন্দর (৪৭)।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে লখবিন্দর নিজের বাড়ি থেকে বাইকে করে অশোকনগরের দিকে যাচ্ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, লখবিন্দরের কাছে নগদ ২৫ লক্ষ টাকা ছিল। এর মধ্যে ২৪ লক্ষ টাকা তিনি তাঁর এক আত্মীয়কে ফেরত দিতে যাচ্ছিলেন। পাশাপাশি বাকি ১ লক্ষ টাকা অন্য এক ব্যক্তিকে দেওয়ার কথা ছিল। মোটরসাইকেলের সামনে তোয়ালেতে জড়িয়ে দুটি ব্যাগে টাকাগুলো রাখা ছিল। বাড়ি থেকে কিছুটা যাওয়ার পর লখবিন্দর বুঝতে পারেন তিনি মোবাইল ফোনটি ভুল করে ফেলে এসেছেন। ফোনটি আনতে ফেরার পথেই হামলার মুখে পড়েন তিনি।
রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা তিন যুবক কথা বলার অছিলায় তাঁকে থামায়। কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তারা লখবিন্দরের চোখে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেয়। যন্ত্রণায় তিনি মাটিতে পড়ে গেলে টাকার ব্যাগটি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। লখবিন্দরের আর্তনাদে স্থানীয় এক গ্রামবাসী ছুটে এসে তাঁর পরিবারকে খবর দেন। বর্তমানে তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন।
মহকুমা পুলিশ আধিকারিক বিবেক শর্মা জানিয়েছেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সেখান থেকে লঙ্কার গুঁড়ো মেশানো জল পাওয়া গিয়েছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। উল্লেখ্য, এই মাসেরই শুরুর দিকে সদোরার কাছে এক ব্যবসায়ীর থেকেও প্রায় ২০ লক্ষ টাকা একইভাবে লুট করা হয়েছিল। একই কায়দায় বারবার ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ভীত সন্ত্রস্ত সবাই।
