আজকাল ওয়েবডেস্ক: এখন চলছে বিয়ের সিজন। প্রচুর বিয়ের অনুষ্ঠানে অনেকেই যোগ দিয়েছেন। সেখানে আপনজন, বন্ধু পরিবারের সঙ্গে বিয়ের আনন্দে মেতেছে অনেকেই। তবে জয়পুরে একটি বিয়ের অনুষ্ঠানের কার্ডকে ঘিরে তৈরি হয়েছে বিরাট বিতর্ক। সেখানে কার্ডে এমন কিছু লেখা ছিল যা নিয়ে একেবারে হৈচৈ পড়ে গিয়েছে।
প্রতিটি বিয়ের কার্ডের মধ্যে একটি অংশ থাকে যেখানে বর এবং কনের বাড়ির লোকদের নাম লেখা থাকে। এখানে সেই বিয়ের কার্ডেও ছিল তেমনই একটি অংশ। সেই অংশটির নাম ছিল দর্শনাভিলাষী। এই শব্দের মানে হল দর্শন করতে চাইছেন এমন কেউ। সেখানেই লেখা ছিল পরিবারের সকলের নাম। আর এখানেই ছিল বড় চমক।
বিয়ের তারিখ ছিল ৯ ফেব্রুয়ারি। জয়পুরের কারবালা ময়দানে হবে এই বিয়ের অনুষ্ঠানটি। তবে সেখানে বিয়ের নিমন্ত্রণের কার্ড হাতে পেয়েই সকলের চোখ কপালে ওঠার যোগাড় হল। সেখানে পরিবারের মানুষ যাদের নাম লেখা রয়েছে তাদের সকলের নামের আগে স্বর্গীয় কথাটি বা ইংরাজীতে লেট কথাটি লেখা রয়েছে। কেন এই কথাটি বিয়ের কার্ডে লেখা হল সেটি নিয়ে তৈরি হয়েছে বিতর্ক।
বিয়ের কার্ড খানিকের মধ্যে হয়ে গেল যেন শ্রাদ্ধের কার্ড। এই ছবি রীতিমতো ভাইরাল হয়েছে গোটা নেটদুনিয়াতে। ইতিমধ্যেই ৬০০ টি লাইক এবং ১০০ টি কমেন্ট হয়ে গিয়েছে। একজন জানিয়েছেন, যোধপুর এবং জয়পুরে এই বিষয়টি একেবারে সাধারণ বিষয়। সেখানে এই ধরণের ভুল হয়ে থাকে হামেশাই। এই ধরণের কার্ড তারই একটি উদাহরণ।
যারা এই কার্ডটি ছাপিয়েছে তাদের পক্ষ থেকে ভুল স্বীকার করা হয়েছে। ঠিক তেমনই যারা এই কার্ড না দেখে বিলি করেছেন তারা সকলেই ক্ষমা চেয়েছেন। মানুষের জীবনের সবথেকে বড় আনন্দের দিনটি কীভাবে শোকের দিনে বদলে যায় তার বিরাট উদাহরণ এই কার্ড। যদিও এই ভাইরাল কার্ডের সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। তাই এর দায় নেবে না আজকাল ডট ইন।
