আজকাল ওয়েবডেস্ক: প্রযুক্তি সচেতন আইআইটি বাবা থেকে রাজকীয় রাষ্ট্রদূত বাবা, প্রয়াগরাজের মহাকুম্ভে দেখা মিলেছে হরেক কিসিমের সাধুর। এবার যিনি আলোচনায়, তিনি নাকি ব্যবসায়ী বাবা।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রচারিত এক ভিডিওতে দেখা গিয়েছে, একজন সফল উদ্যোক্তার সাধু হয়ে ওঠার বিবরণ। তিনি জানান, বর্তমানে তিনি গেরুয়া পোশাক এবং রুদ্রাক্ষ পরে থাকলেও তিনি একসময় এক হাজার কোটি টাকার ব্যবসার মালিক ছিলেন। তাঁর বিলাসবহুল জীবনযাত্রা সত্ত্বেও তাঁর মনে হয়েছিল সম্পদ শুধু প্রকৃত শান্তি আনতে পারে না।
 
 তাঁর যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে তাঁকে মেলা প্রাঙ্গণে হেঁটে যেতে, এক ব্যক্তিকে শাল উপহার দিতে এবং দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করতে দেখা গিয়েছে। ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 
 
 ১২ ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা উপলক্ষে মহাকুম্ভমেলায় জনসমাগম হয়েছিল। জানা গিয়েছে, এদিন দেড় কোটিরও বেশি ভক্ত সমাগম হয়েছিল। বিপুল জনসমাগম যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকে লক্ষ্য রেখে কর্তৃপক্ষ প্রয়াগরাজে নিরাপত্তা জোরদার করেছে। মাঘী পূর্ণিমায় প্রায় ১০ লক্ষ সাধু সেখানে উপস্থিত হয়েছেন বলে গিয়েছে। 
 
 রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি সম্প্রতি তাঁর মা কোকিলাবেন আম্বানি, ছেলে আকাশ আম্বানি এবং অনন্ত আম্বানি, পুত্রবধূ শ্লোকা এবং রাধিকা, নাতি-নাতনি পৃথ্বী এবং বেদ এবং বোন দীপ্তি সালগাওকার এবং নিনা কোঠারির সঙ্গে মেলায় উপস্থিত ছিলেন। তাঁরা ত্রিবেণী সমগমে ডুব দেন, পরমার্থ নিকেতন আশ্রমের স্বামী চিদ্দানন্দ সরস্বতী মহারাজের সঙ্গে দেখা করেন। সেখানে মিষ্টি এবং লাইফ জ্যাকেটও বিতরণ করেন।
