আজকাল ওয়েবডেস্ক: ৩১শে ডিসেম্বর, নববর্ষের আগের রাত, প্রিয়জনদের সঙ্গে উদযাপন করে নতুন বছরকে বরণ করে নেওয়ার মুহূর্ত। ২৫ বছর বয়সী এক বিবাহিত মহিলা তাঁর ৪৪ বছর বয়সী বিবাহিত প্রেমিককে নববর্ষের মিষ্টি খাওয়ানোর জন্য নিজের শ্বশুর বাড়িতে ডেকেছিলেন। কিন্তু তারপর যা করলেন তাতে সকল হতবাক। বর্তমানে ওই মহিলার প্রেমিক মুম্বইয়ের সিয়ন হাসপাতালে চিকিৎসাধীন। ওই মহিলা পলাতক।

পরকীয়া সম্পর্কের মারাত্মক পরিণতি
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে, তাঁদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক রয়েছে। অভিযুক্ত মহিলা নাকি ভুক্তভোগীর বোনের ননদ। এবং গত ছয় থেকে সাত বছর ধরে তাদের মধ্যে একটি পরকীয়া সম্পর্ক ছিল।

জানা গিয়েছে, ওই মহিলা- লোকটিকে তাঁর স্ত্রীকে বিচ্ছেদ করে তাঁকে বিয়ে করার জন্য চাপ দিচ্ছিলেন। এর ফলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হত। এতে অতিষ্ঠ হঠেন ভুক্তভোগী। জখম ব্যক্তি গত ১৮ বছর ধরে সান্তাক্রুজ ইস্টে নিজের পরিবারের সঙ্গে বসবাস করছিলেন। এরপর ২০২২ সালের নভেম্বরে বিহারে চলে যান। তবে সেখানে থাকাকালীনও অভিযুক্ত মহিলা তাঁকে ফোনে হুমকি দিতে থাকেন।

১৯শে ডিসেম্বর মুম্বই ফিরে আসার পর ভুক্তভোগী, ওই মহিলার থেকে দূরত্ব বজায় রাখেন। তাঁর সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলেন।

৩১শে ডিসেম্বর, রাত প্রায় দেড়টা নাগাদ ওই মহিলা তাঁকে নববর্ষের মিষ্টি খাওয়ানোর কথা বলে নিজের বাড়িতে ডাকেন। সেই সময় ওই মহিলার সন্তানরা বাড়িতে ঘুমিয়ে পড়েছিল।

জানা গিয়েছে, মহিলা প্রথমে ভুক্তভোগীকে তাঁর প্যান্ট খুলতে বলেন। তারপর রান্নাঘরে গিয়ে একটি সবজি কাটার ছুরি নিয়ে আসেন। এরপর তিনি হঠাৎ করে ভুক্তভোগীর যৌনাঙ্গে সেটি দিয়ে আক্রমণ করেন। ব্যক্তিটি গুরুতর জখম হন এবং তাঁর প্রচুর রক্তক্ষরণ হয়।

গুরুতর আঘাত সত্ত্বেও ভুক্তভোগী ব্যক্তি দ্রুত বাড়ি ফিরে যান। এরপর তাঁর ছেলে ও বন্ধুরা তাঁকে ভিএন দেশাই হাসপাতালে নিয়ে যায়। পরে সিয়ন হাসপাতালে স্থানান্তিত করা হয়। ডাক্তারদের মতে, আঘাতটি বেশ গভীর এবং অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে।