আজকাল ওয়েবডেস্ক: হাওড়া-দিল্লি এক্সপ্রেসে রাতের নিস্তব্ধতা হঠাৎ চিৎকারে ভাঙল—“এই আমার সুড়সুড়ি লাগছে, যাহ!” ওপরের বার্থ থেকে এমন হঠাৎ আর্তনাদে চোখ কপালে ওঠে বাকি যাত্রীদের। অনেকে ভাবেন, স্বামী-স্ত্রীর অন্তরঙ্গ মুহূর্ত চলছে চলন্ত ট্রেনেই! কেউ কেউ তো মোবাইল বের করে ভিডিও করারও তোড়জোড় শুরু করেন।

কিন্তু আসল সত্যিটা সামনে আসতেই সবার চক্ষু চড়কগাছ! না, কোনও যৌনতার মুহূর্ত নয়, সেই চিৎকারের কারণ ছিল একদল ছাড়পোকা। চলন্ত ট্রেনের ভিতরে নোংরা কম্বল ও অপরিচ্ছন্ন বার্থে ঘুরে বেড়ানো পোকামাকড়ই মহিলার শরীরে সুড়সুড়ির অনুভূতি তৈরি করেছিল বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর যাত্রীদের মধ্যে রীতিমতো ক্ষোভ ছড়ায়। প্রশ্ন ওঠে—রেলের রক্ষণাবেক্ষণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে। ট্রেনের সাফাই ব্যবস্থা কীভাবে এত তলানিতে ঠেকল যে যাত্রীদের ‘সুড়সুড়ি’ এখন আর রোমাঞ্চ নয়, আতঙ্কের নাম! রেলের তরফে যদিও কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি, তবে যাত্রীদের দাবি, এমন ঘটনায় শুধু বিরক্তি নয়, স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।