আজকাল ওয়েবডেস্ক: গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জাতীয় পরিবেশ আদালত (এনজিটি) বিহার সরকারের উপর যে ৫০,০০০ টাকা জরিমানা আরোপ করেছিল, তা সুপ্রিম কোর্ট স্থগিত করেছে।
শুক্রবার বিচারপতি বি. আর. গাভাই এবং অগাস্টিন জর্জ মাসিহের বেঞ্চ বিহার সরকারের আবেদন শুনে কেন্দ্র ও অন্যান্য পক্ষকে চার সপ্তাহের মধ্যে তাদের প্রতিক্রিয়া জানানোর নির্দেশ দিয়েছে। আদালত জানিয়েছে, "পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এনজিটির আদেশ স্থগিত থাকবে।"
২০২৪ সালের ১৫ অক্টোবর এনজিটি বিহার সরকারের বিরুদ্ধে দূষণ নিয়ন্ত্রণে গাফিলতির অভিযোগ তোলে এবং রাজ্যের মুখ্যসচিবকে পরবর্তী শুনানিতে ভার্চুয়ালি উপস্থিত হয়ে অগ্রগতির প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
এনজিটি জানায়, গঙ্গা ও তার উপনদীগুলোর জলের মান বিশ্লেষণের নির্দেশ দিলেও বিহার সরকার এখনো কোনো প্রতিবেদন জমা দেয়নি। আদালত বলেছে, গঙ্গা নদী যে সমস্ত রাজ্য ও জেলা দিয়ে প্রবাহিত হয়, সেখানে দূষণ নিয়ন্ত্রণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
বিহার সরকারের দাবি, এনজিটির নির্দেশ যথাযথভাবে অনুসরণ করা হয়েছে এবং জরিমানা আরোপ অযৌক্তিক। সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশের ফলে বিহার সরকার সাময়িক স্বস্তি পেলেও গঙ্গা নদীর দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টি এখনো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে রয়ে গেল।
