আজকাল ওয়েবডেস্ক: বর্তমানে প্যারোলে জেলের বাইরে রয়েছেন ডেরা সাচ্চা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিং। তাঁর এই প্যারোল নিয়ে দেশের শীর্ষ আদালতে মামলা করেছিল শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটি। কিন্তু এই মামলায় শুনানির আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার বিচারপতি বি আর গাভাই এবং প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চ পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে করা এই আবেদন খারিজ করে দেন। বেঞ্চের তরফে সাফ জানানো হয়েছে, ‘এই পরিস্থিতিতে, আমরা বর্তমান আবেদনের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগ্রহী নই’।

 

জানা যাচ্ছে, রাম রহিমের আইনজীবী উচ্চ আদালতে জনস্বার্থ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তাঁর দাবি ছিল, এই মামলা শুধুমাত্র একজন ব্যক্তির বিরুদ্ধে করা হয়েছে। তিনি গুরমিত রাম রহিম সিং। রাম রহিমের আইনজীবীর এই প্রশ্ন থেকেই সিদ্ধান্ত নেয় সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, রাম রহিম বর্তমানে ২০ বছরের কারাদণ্ডের শাস্তি ভোগ করছেন তাঁর দুই শিষ্যকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ার কারণে। শিরোমণি গুরুদুয়ারা প্রবন্ধক কমিটির অভিযোগ ছিল, হরিয়ানা সরকার ২০২২ সালের হরিয়ানা গুড কন্ডাক্ট প্রিজনার্স আইনের অপব্যবহার করে সিংয়ের প্যারোল মঞ্জুর করেছে।

 

অভিযোগ ওঠে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে একাধিকবার প্যারোলে মুক্তি পেয়েছেন রামরহিম। তাঁর আইনজীবী পাল্টা অভিযোগ তোলেন, ২০২৩ সালে হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলা শুধুমাত্র রাম রহিমের বিরুদ্ধেই করা হয়েছিল। তাঁর ইঙ্গিত ছিল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার দিকে। প্রসঙ্গত, ২০১৭ সালে গুরমিত রাম রহিম সিংকে তার দুই শিষ্যকে ধর্ষণের দায়ে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া, ২০০২ সালে ডেরা সাচ্চা সৌদার প্রাক্তন ম্যানেজার রঞ্জিত সিং হত্যাকাণ্ডে অভিযুক্ত রাম রহিম সহ চারজনকে ২০২৩ সালের মে মাসে হাইকোর্ট নির্দোষ ঘোষণা করে। তবে, চলতি বছরের ৩ জানুয়ারি সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্তের বিরুদ্ধে সিবিআইয়ের আপিল গ্রহণ করে শুনানির সিদ্ধান্ত নিয়েছে।