আজকাল ওয়েবডেস্ক: উত্তরপ্রদেশে একটি রাজনৈতিক ও সাম্প্রদায়িক হিংসার ঘটনার ভিত্তিতে ইউপি গ্যাংস্টার অ্যাক্ট প্রয়োগকে অসাংবিধানিক বলে ঘোষণা করল সুপ্রিম কোর্ট। লাল মহম্মদ ও অন্য বনাম উত্তরপ্রদেশ সরকার (২০২৫) মামলায় বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতা-র বেঞ্চ জানায়, একটি মাত্র ঘটনায় জড়িত থাকার অভিযোগে এই আইন প্রয়োগ ব্যক্তিস্বাধীনতায় গুরুতর হস্তক্ষেপ।
আবেদনকারীরা উত্তরপ্রদেশের একটি রাজনৈতিক দলের সদস্য, যেখানে আবেদনকারী নং ১ দু’বার নির্বাচিত নগর পঞ্চায়েত চেয়ারম্যান এবং নং ২ তার পুত্র। ২০২২ সালের ১০ অক্টোবর একটি সাম্প্রদায়িকভাবে উসকানিমূলক সোশ্যাল মিডিয়া পোস্টের বিরুদ্ধে প্রতিবাদ থেকে যে হিংসা ছড়ায়, তার ভিত্তিতে একাধিক এফআইআর হয়। পরবর্তীকালে ২০২৩ সালের ৩০ এপ্রিল, নির্বাচনের মাত্র ১৩ দিন আগে আবেদনকারীদের বিরুদ্ধে ইউপি গ্যাংস্টার আইনে পৃথক এফআইআর দায়ের হয়।
সুপ্রিম কোর্ট জানায়, এই আইন প্রয়োগের জন্য ধারাবাহিক ও সংগঠিত অপরাধ প্রমাণ করা আবশ্যক। একটি বিচ্ছিন্ন ঘটনা থেকে কোনো গ্যাংস্টার কার্যকলাপের প্রমাণ মেলে না। আদালত মন্তব্য করে, এমন কড়া আইন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার হয়ে উঠলে তা ন্যায়ের মারাত্মক অপমান।
এই রায়ে আদালত ব্যক্তিস্বাধীনতা ও মৌলিক অধিকারের পক্ষে স্পষ্ট বার্তা দিল, এবং গ্যাংস্টার আইন প্রয়োগে অতিরিক্ত সতর্কতা ও প্রমাণের দাবি জানাল।
