আজকাল ওয়েবডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় নতুন মোড়। রাজ্যপালের বিরুদ্ধে আনা অভিযোগের তদন্তে ছাড়পত্র চেয়ে ইতিমধ্যেই দেশের সর্বোচ্চ আদালতে গিয়েছেন নির্যাতিতা। রাজ্য সরকারও এই ঘটনার তদন্ত করতে চেয়ে সওয়াল করেছে সুপ্রিম কোর্টে। এরপরই রাজ্য ও কেন্দ্রকে একসঙ্গে নোটিস দিয়েছে সুপ্রিম কোর্ট।

চলতি বছরের ২ মে রাজ্যপালের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ ওঠে। রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী দাবি করেন, রাজ্যপাল তাঁর শ্লীলতাহানি করেছেন। রাজভবনে থাকা পুলিশের কাছে একথা জানান তিনি। পরে থানায় অভিযোগ করা হয়। তবে সাংবিধানিক রক্ষাকবচ থাকার জন্য রাজ্যপালের বিরুদ্ধে ওঠা এই ধরণের অভিযোগের ক্ষেত্রে কোনও আইনি পদক্ষেপ করতে পারেনি কলকাতা পুলিশ।

তবে কলকাতা হাইকোর্ট এই তদন্তে স্থগিতাদেশ জারি করে। ফলে বন্ধ হয়ে যায় তদন্ত। এরপর সুপ্রিম কোর্টে যান নির্যাতিতা। নির্যাতিতার যুক্তি শোনার পর সুপ্রিম কোর্ট কেন্দ্র ও রাজ্যকে নোটিস পাঠায়। এই মামলার পরবর্তী শুনানি ৩ সপ্তাহ পর।