আজকাল ওয়েবডেস্ক: গত কয়েকদিনে সূচনা শেঠ চেনা নাম। তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠে এসেছে, তাতে রীতিমত শিউরে উঠছে গোটা দেশ। সূচনার বিরুদ্ধে অভিযোগ, নিজের চার বছরের ছেলেকে খুন করেছেন তিনি। পুলিশের প্রাথমিক অনুমান, প্রচুর পরিমাণ সিরাপ খাইয়ে অচেতন করে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করা হয় চার বছরের ওই শিশুকে। অভিযোগ গোয়ার একটি হোটেলে খুন করার পর সন্তানের দেহ ব্যাগে ভরে ট্যাক্সিতে করে পাড়ি দেন কর্ণাটকে। গত কয়েকদিনে তদন্তে একে এক উঠে আসছে একাধিক তথ্য। তাক লাগাচ্ছে তাঁর পড়াশোনা, ডিগ্রিও। ইতিমধ্যে জানা গিয়েছে স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল সূচনার। এবার জানা গেল, সন্তান খুনের আগে স্বামীকে মেসেজ করেছিলেন তিনি। বলেছিলেন, ছেলের সঙ্গে দেখা করার জন্য। জানা গিয়েছে ৬ জানুয়ারি সূচনা তাঁর স্বামীকে এই মেসেজ করেছিলেন। যদিও সূচনা বলেছেন তিনি সন্তানকে খুন করেননি। তাঁর দাবি, তিনি ঘুম থেকে উঠে দেখেন ছেলের নিথর দেহ। সোমবার কর্নাটকের চিত্রদুর্গ থেকে সূচনাকে গ্রেপ্তার করা হয়।