আজকাল ওয়েবডেস্ক: সোমবার রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে একটি ভবনের প্রথম তলায় অবস্থিত রেস্তোরাঁয় আগুন লেগে যায়। চরম আতঙ্ক ছড়ায়। প্রাণ বাঁচানোর ছোটাছুটি শুরু হয়। ভয়ে ওই ভবনে অবস্থিত রেস্তোরাঁর ভিতরে থাকা লোকজন বাড়ির ছাদ থেকে পাশের ছাদে লাফ দিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করে। সেই ভিডিও ভাইরাল হতেই হইচই কাণ্ড বেঁধে যায়।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে পৌঁছয় দমকল বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে আগুন লাগার কারণ এখনও অজানা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আশেপাশের এলাকা ঘিরে রাখা হয়েছে।
দিল্লি ফায়ার সার্ভিসের প্রধান অতুল গর্গ বলেছেন, "আমরা দুপুর ২টো নাগাদ রাজৌরি গার্ডেন মেট্রো স্টেশনের কাছে জঙ্গল জাম্বোরি রেস্তোরাঁয় আগুনের একটা ফোন কল পেয়েছি। আগুন নিয়ন্ত্রণে ১০টি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়।"
দিল্লি পুলিশ এক বিবৃতিতে বলেছে যে, ভবনটির নিচতলায় বেশ কয়েকটি দোকান রয়েছে। জঙ্গল জাম্বোরি নামে একটি রেস্তোরাঁ (যা বন্ধ ছিল), এবং এমএএসি রাজৌরি নামে একটি ইনস্টিটিউট রয়েছে।
#Delhi : Massive fire engulfed a restaurant in Rajouri garden area of Delhi today around 2 pm.
— Saba Khan (@ItsKhan_Saba)
10 fire tenders were rushed to douse off the fire. People jumped to safety and saved their lives. No casualties reported. pic.twitter.com/PNpFxV9PexTweet by @ItsKhan_Saba
