আজকাল ওয়েবডেস্ক: সোমবার, সপ্তাহের শুরুর দিনেই ভারতীয় শেয়ার বাজারে ষাঁড়ের লাফালাফি। এক ধাক্কায়, তরতরিয়ে বাড়ল শেয়ার বাজার। সোমবার বাজার খোলার কিছু পরে, বিএসই সেনসেক্স ২,৫৩৭ পয়েন্ট বা ৩.১৯% বেড়ে পোঁছেছে ৮১,৯৯১.৭৫তে। নিফটি৫০ ৭৯৮ পয়েন্ট বা ৩.৩২% বেড়ে ২৪,৮০৬-তে পোঁছেছে। বিএসইতে তালিকাভুক্ত সমস্ত কোম্পানির বাজার মূলধন ১৩.৪৬ লক্ষ কোটি টাকা বেড়ে ৪৩০.৪৭ লক্ষ কোটি টাকা হয়েছে।

সোমবার বাজার খোলার পর, সান ফার্মা ছাড়া, সেনসেক্সের সমস্ত উপাদান ঊর্ধ্বমুখী ছিল। আদানি পোর্টস অ্যান্ড এসইজেড, বাজাজ ফাইন্যান্স, অ্যাক্সিস ব্যাংক, ইটারনাল এবং পাওয়ার গ্রিড লাভের দিকে ছিল। সেক্টরাল সূচকগুলির মধ্যে, ফার্মা এবং স্বাস্থ্যসেবা ব্যতীত, নিফটি অটো, ব্যাংক, জ্বালানি, আইটি, ধাতু, রিয়েলটি এবং ভোগ্যপণ্য সহ অন্যান্য সমস্ত খাতে প্রায় পাঁচ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিস্তৃত বাজারে, বিএসই মিডক্যাপ সূচক ২.৫৯ শতাংশ এবং বিএসই স্মলক্যাপ সূচক ৩.১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

কিন্তু আচমকা একদিনে কীভাবে এতটা চাঙ্গা শেয়ার বাজার? কারণ জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

সংঘর্ষ পরিস্থিতি স্বাভাবিক হলেই, শেয়ার বাজার তরতরিয়ে বাড়তে পারে, এমন সম্ভাবনার কথা আগেই বলেছিলেন গবেষক, বিশেষজ্ঞরা। ঠিক তাই ফলল সোমবার। ভারত-পাকিস্তান সংঘর্ষ পরিস্থিতি থামার পরেই এক ধাক্কায় লাফিয়ে উঠল শেয়ার সূচক। একই সঙ্গে বিশেষজ্ঞদের মত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চিনের মধ্যেকার আলোচনাও ইতিবাচক প্রভাব ফেলেছে বৈশ্বিক বাজারে।