আজকাল ওয়েবডেস্ক: বিমানের টিকিটের দাম আকাশছোঁয়া। অথচ খাবার এত নিম্নমানের! মুখে তোলার যোগ্যই না। নিত্যদিন বিমানের যাত্রীদের দুর্ভোগ যেন বেড়েই চলেছে। অবশেষে বিক্ষোভে ফেটে পড়লেন যাত্রীরা। চিৎকার, চেঁচামেচি করে চাঞ্চল্য ছড়ালেন পুনের বিমানবন্দরে। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে পুনে আন্তর্জাতিক বিমানবন্দরে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। দেখা গেছে, বিমানবন্দরের মধ্যেই স্পাইসজেট বিমানের যাত্রীরা বিক্ষোভ দেখাচ্ছেন। তাঁদের দাবি, অতি নিম্নমানের খাবার পরিবেশন করা হয়েছে বিমানে। যা মুখে তোলাই যাচ্ছে না। সেই খাবার খেতে জোর করা হয়েছে স্পাইসজেটের এক কর্মীকে। 

বিমানের ওই কর্মীকে আটকে রেখে সেই খাবার খেতেই জোর করেন যাত্রীরা। বিষয়টি ঘিরে শোরগোল ছড়াতেই স্পাইসজেটের তরফেও একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। বিমান সংস্থা জানিয়েছে, যাত্রীদের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়নি। ফ্রেশ এবং সুস্বাদু খাবার দেওয়া হয়েছিল। যে ভেন্ডার থেকে স্পাইসজেটে খাবার আসে, সেই খাবারই পরিবেশন করা হয় অন্যান্য সংস্থার বিমানে। 

সেদিনের খাবার নিয়ে অন্যান্য বিমানের যাত্রীরা অভিযোগ করেননি। বিমান কর্মীকে আটকে রেখে যেভাবে হেনস্থা করা হয়েছে, তার তীব্র প্রতিবাদ করেছে স্পাইসজেট সংস্থা। এমনকী একাংশের নেটিজেনরাও জানিয়েছেন, খাবারের জন্য কোনও একজন কর্মীকে হেনস্থা করা উচিত হয়নি।