আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়া জানিয়েছে, তারা তাদের ৩৩টি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার বিমানের মধ্যে ৯টিতে এককালীন পূর্ব-ফ্লাইট নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেছে। গতকাল শুক্রবার বিমান দুর্ঘটনার পর ডিরেক্টোরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) নতুন নির্দেশিকা জারি করলে এই পরীক্ষা শুরু হয়।

এয়ার ইন্ডিয়া এক বিবৃতিতে জানায়, “এই পরীক্ষা ভারতফেরত বোয়িং ৭৮৭ বিমানের ওপর করা হচ্ছে, পরবর্তী উড়ানের অনুমোদনের আগে।” বাকী ২৪টি বিমানের পরীক্ষা সময়মতো সম্পন্ন হবে বলেও আশ্বস্ত করেছে সংস্থাটি।

নির্দেশিকায় ছয়টি বিষয়ের এককালীন পরীক্ষা অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে: জ্বালানি পরিমাপ প্যারামিটার, ক্যাবিন এয়ার কম্প্রেসর, ইলেকট্রনিক ইঞ্জিন কন্ট্রোল সিস্টেম, ফ্লাইট কন্ট্রোল চেক, ও ট্রানজিট চলাকালীন বিমানের বিভিন্ন অংশের নিরীক্ষা। এছাড়া, আগামী দুই সপ্তাহের মধ্যে পাওয়ার অ্যাসিওরেন্স চেকও বাধ্যতামূলক করা হয়েছে।

এই সিদ্ধান্ত আসে AI-171 ফ্লাইটের আহমেদাবাদে দুর্ঘটনার পরদিনই, যেটি নিয়ে গোটা দেশজুড়ে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।