আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরের প্রথম সপ্তাহেই সিকিমে তুষারপাত। দেখতে পেয়ে খুশি পর্যটকরা। ইতিমধ্যে বছরের শুরুতেই পর্যটকের ঢল নেমেছে সিকিমে। মঙ্গলবার বিকেল নাগাদ ঝিরিঝিরি তুষারপাতকে কেন্দ্র করে ব্যাপক উন্মাদনা লক্ষ্য করা যায় পর্যটকদের মধ্যে। কেউ বা ব্যস্ত হয়ে পড়েন ক্যামেরাবন্দি করতে আবার কেউ মোবাইল ফোন থেকে ভিডিও কল করে পরিচিতদের দেখানোর চেষ্টা করেন।
একদিকে যেমন সিকিমের প্রাকৃতিক সৌন্দর্য মন জয় করে তেমনি তুষারপাত উপভোগ করতেও পর্যটকরা ছোটেন সেখানে। ফলে পেঁজা তুলোর মতো এই বরফ বৃষ্টি যেন পর্যটকদের কাছে উপরি পাওনা। সেইসঙ্গে এইমুহুর্তে সিকিমে পড়েছে জাঁকিয়ে শীত। কনকনে ঠান্ডা উপভোগ করতেও বহু পর্যটক ভিড় করেন সিকিমে।
মঙ্গলবার বিকেলে তুষারপাত দেখে উচ্ছ্বাসিত হয়ে পড়ে পর্যটকেরা। হালকা বৃষ্টির সঙ্গে এদিন ব্যাপক তুষারপাত হয় লাচুংয়ে। বরফে ঢেকে যায় রাস্তা এবং তার পাশে পার্ক করে রাখা গাড়ি। ঠান্ডার তীব্রতা বেড়ে যায় আরও কয়েকগুণ। কিন্তু সেসব উপেক্ষা করেই তুষারপাতের মজা লুটে নেন পর্যটকরা
