আজকাল ওয়েবডেস্ক: আর নগদ লেনদেন নয়, এবার থেকে স্মার্ট কার্ডের মাধ্যমে হবে আর্থিক লেনদেন। সূত্রের খবর, মার্চের মধ্যেই এই নয়া নিয়ম চালুর পথে দিল্লি এইমস। ডিজিটাল পেমেন্ট সিস্টেমে রূপান্তরের গুরুত্ব তুলে ধরার জন্য এইমস জানিয়েছে ৩১ মার্চ, ২০২৪ সালের মধ্যে সমস্ত আর্থিক লেনদেনের বিভাগ গুলিতে স্মার্ট কার্ড সিস্টেম চালু করা হবে। কিন্তু কেন এই সিদ্ধান্ত? এইমস কর্তৃপক্ষ জানিয়েছে, একাধিক ক্ষেত্রে হাসপাতালে বিল নিয়ে সমস্যা হয় হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর পরিবারের মধ্যে। স্মার্ট কার্ড সিস্টেম চালু হলে, রোগীর পরিবারের থেকে হাসপাতাল কর্তৃপক্ষ বেশি টাকা নিতে পারবে না, ফাঁকি দিতে পারবে না রোগীর পরিবারও। এইমস স্মার্ট কার্ড টপ আপ কাউন্টার ছাড়া আর কোনও কাউন্টারেই নগদ লেনদেন হবে না। জানানো হয়েছে, ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড ছাড়া, একমাত্র এইমস স্মার্ট কার্ড দিয়েই পেমেন্ট সম্পন্ন করতে হবে।
