আজকাল ওয়েবডেস্ক: বিহারের জামুই জেলার সিমরাতলা এলাকায় ভয়াবহ ঘটনা ঘটেছে। সরকারি স্কুলের শিক্ষক সঞ্জীব কুমারের বাড়িতে পুলিশ সেজে ঢুকে ছয় জন ডাকাত প্রকাশ্য দিবালোকে প্রায় ১৫ লক্ষ টাকার গয়না লুঠ করেছে। দিনের বেলায় এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় স্থানীয় মানুষজনের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়েছে। এই ঘটনায় এলাকার আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠছে। খবর অনুযায়ী, সোমবার সকাল ৬টা ৩৫ মিনিট নাগাদ তেলওয়া বাজারে এই কাণ্ডটি ঘটে।
সঞ্জীব কুমার যখন বাড়িতে ছিলেন, তখন পুলিশের উর্দি পরে লাঠি ও পিস্তল নিয়ে ছয় জন তাঁর বাড়িতে আসে। তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয় এবং জানায় যে চক্রাই থানা থেকে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
সঞ্জীব দরজা খোলার সঙ্গে সঙ্গেই জাল পুলিশগুলো জোর করে বাড়িতে ঢুকে তল্লাশি শুরু করে। তারা সঞ্জীব কুমারের মেয়ের আসন্ন বিয়ের জন্য রাখা গয়না এবং তাঁর স্ত্রীর সমস্ত গয়না লুঠ করে নিয়ে যায়।
এখানেই শেষ নয়৷ লুঠ করার পর অভিযুক্তরা সঞ্জীবকে চক্রাই থানায় নিয়ে যাওয়ার ভয় দেখায়। তারপর একটি গাড়িতে চড়ে চম্পট দেয়। সঞ্জীব কুমার সাংবাদিকদের জানিয়েছেন, চুরি যাওয়া গয়না তাঁর মেয়ের বিয়ের জন্য জমানো ছিল। এই ঘটনায় তাঁর পরিবার ভেঙে পড়েছে।
খবর পেয়ে সিমরাতলা থানার পুলিশ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় এবং তদন্ত শুরু করে। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছে। একটি ক্যামেরায় ডাকাতদের গাড়ির ছবিও ধরা পড়েছে।
থানার প্রধান আধিকারিক ধনঞ্জয় কুমার বলেছেন যে তাঁরা সব দিক খতিয়ে দেখছেন। একইসঙ্গে তিনি আশ্বস্ত করেছেন যে খুব তাড়াতাড়ি অপরাধীদের শনাক্ত করে ধরে ফেলা হবে। পুলিশ আশ্বাস দিয়েছে, দুষ্কৃতীদের ধরতে সবরকম চেষ্টা করা হচ্ছে।
এহেন প্রকাশ্য দিনের আলোয় ঘটে যাওয়া ঘটনার জেরে এলাকায় ভীত সন্ত্রস্ত সকলে। স্থানীয় বাসিন্দারা রাস্তায় নেমে অবিলম্বে এলাকায় পুলিশের টহল বাড়ানো এবং নিরাপত্তা জোরদার করার দাবি জানিয়েছেন। অনেকের মতে, সকালের দিকে এভাবে অপরাধীরা নির্ভয়ে লুটপাট করছে, এটি প্রমাণ করে তারা কতটা বেপরোয়া হয়ে উঠেছে। নতুন এনডিএ সরকার গঠন এবং সম্রাট চৌধুরী স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরেও অপরাধের ঘটনা কমছে না, যা উদ্বেগের কারণ।
