আজকাল ওয়েবডেস্ক: হিমাচল প্রদেশের কুলুতে ভয়াবহ ভূমিধসে মৃত্যু হয়েছে ছ’জনের। জানা গিয়েছে, মৃতদের মধ্যে তিনজন মহিলাও রয়েছেন। রবিবার সন্ধ্যায় গুরদুয়ারা মানিকরণ সাহিবের বিপরীতে পিডব্লিউডি রোডের কাছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে। ছ’জনের মৃত্যু ছাড়াও ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, বিকেল প্রায় ৫টার সময় রাস্তার ধারে বসে ছিলেন কয়েকজন। হঠাৎই তাদের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে। যা ভূমিধসের ধ্বংসাবশেষের সঙ্গে নিচের দিকে নেমে আসে।

 

আহতদের জরুরি চিকিৎসার জন্য জারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের খবর, মৃতদের মধ্যে একজন স্থানীয় ব্যবসায়ী, এক গাড়ির যাত্রী এবং ঘটনাস্থলে উপস্থিত তিনজন পর্যটক রয়েছেন। কুলুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অশ্বিনী কুমার জানিয়েছেন, ‘এই দুর্ঘটনায় ছ’জন প্রাণ হারিয়েছেন এবং আরও অনেকেই আহত হয়েছেন’। মানিকরণ থানার এসএইচও-র নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং উদ্ধার ও ত্রাণকার্য চালিয়ে যাচ্ছে। এছাড়া, ফিল্ড রেভিনিউ সংস্থা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। জারি থেকে দমকল বিভাগের একটি দলও ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। পুলিশ এখনও পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি।