আজকাল ওয়েবডেস্ক: দিল্লির এক সাব ইন্সপেক্টরের বিরুদ্ধে সম্প্রতি অপহরণের অভিযোগ উঠেছে৷ দিল্লির সরাই রোহিল্লা পুলিশ স্টেশনে নিযুক্ত সাব-ইন্সপেক্টর (এসআই) গত সপ্তাহে ঝগড়ার পর ৬ জন নাবালককে অপহরণ করে বলে অভিযোগ। ঘটনার জেরে তাকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার একদল বালক রাজস্থান মন্দির ভ্রমণে যাচ্ছিল। সরাই রোহিল্লা রেলওয়ে স্টেশন থেকে ট্রেনে ওঠার কথা ছিল তাদের। সেখানেই তাদের সঙ্গে কোনো কারণে বচসা শুরু হয় ইন্সপেক্টরের৷ চেঁচামেচিতে স্থানীয়রা জড়ো হয় ঘটনাস্থলে৷
সূত্র মারফত, পুলিশ কন্ট্রোল রুমের (পিসিআর) কর্মকর্তা ফোনে সাড়া পেয়ে ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য শিশুদের সরাই রোহিল্লা থানায় নিয়ে আসেন। দায়িত্বে থাকা এসআই শিশুদের হুমকি দেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এরপর তিনি তাঁর ব্যক্তিগত গাড়িতে ওই ৬ বালককে বসতে বলেন।
খবর সূত্রে, এসআই অন্য একজনের সঙ্গে বাচ্চাদের গোপনে গাজিয়াবাদে নিয়ে যান। পুলিশ জানায় তিনি কোনও অফিসার নন। গাজিয়াবাদে নিজের বাড়িতে নিয়ে গিয়ে শিশুদের বাবা মায়ের থেকে ২০,০০০ টাকা দাবি করেন বলে জানা গিয়েছে। আতঙ্কিত হয়ে কয়েকজন তাঁদের বাচ্চাদের নিয়ে গেলেও, যাঁরা টাকা দিতে পারেননি তাঁদের সন্তানদের গভীর রাতে ছেড়ে দেওয়া হয়।
রবিবার ঘটনাটি কর্মকর্তাদের জানান হয়। ইতিমধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত তথ্য যাচাই করা হচ্ছে। বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে পুলিশ জানায়৷ ঘটনার জেরে এস আই কে বরখাস্ত করা হয়েছে৷ পুরো ঘটনার তদন্ত জারি রয়েছে৷
