আজকাল ওয়েবডেস্ক: ২২ জানুয়ারি রাম মন্দির উদ্বোধনে উপস্থিত থাকবেন না বর্ষীয়ান রাজনীতিবিদ শরদ পাওয়ার। এনসিপি প্রধান জানিয়েছেন, এই ধরণের একটি বিরাট সমারোহে প্রচুর মানুষের সমাগম হবে। তিনি অযোধ্যায় ২২ জানুয়ারির পর যাবেন। তখন ভিড় এড়িয়ে তিনি অতি সহজেই মন্দির দর্শন করতে পারবেন। তিনি বলেন, ভগবান রাম বিশ্বাসের প্রতীক। গোটা বিশ্ববাসীর কাছে তিনি এক আদর্শ। মন্দিরের যে অংশের কাজ অসম্পূর্ণ থাকবে তার কাজও সম্পূর্ণ হয়ে যাবে বলে জানান তিনি। রাম মন্দির উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই শঙ্করাচার্যরা অনুপস্থিত থাকার কথা জানিয়েছেন। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বেশ অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির। যেসমস্ত বিরোধীদের রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ করা হয়েছিল তাদের বেশিভাগই জানিয়ে দিয়েছে তাঁরা উদ্বোধনে অংশ নেবেন না। প্রসঙ্গত, ২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই উদ্বোধন করবেন। ২৩ জানুয়ারি থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে রাম মন্দির।