আজকাল ওয়েবডেস্ক: মুম্বাই এবং পুনের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে দেশে থাকার অভিযোগে সাত বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ছয়জন মহিলা। সুত্রে জানা গিয়েছে সম্প্রতি আসামের গুয়াহাটি হয়ে ভারতে প্রবেশকারী বায়াজিদ খান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
আন্ধেরির পশ্চিম শহরতলিতে কর্মরত একজন পুলিশকে জানিয়েছেন, তিনি পুনে এবং মুম্বাইতে ছয় বাংলাদেশি মহিলার থাকার ব্যবস্থা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তদন্তে জানা গিয়েছে, পুলিশ পুনে থেকে পাঁচজন এবং মুম্বাই থেকে একজন মহিলাকে গ্রেপ্তার করে। পুনেতে মহিলাদের ফ্ল্যাট ভাড়া দেওয়া একজন ব্যক্তির বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়। মহিলারা বিউটি পার্লারে কাজ করতেন। আবার তাঁদের মধ্যে কিছুজন গৃহপরিচারিকা হিসেবেও কাজ করতেন। অভিযুক্তরা বাংলাদেশে তাঁদের আত্মীয়স্বজন এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য একটি নিষিদ্ধ অ্যাপ্লিকেশন ব্যবহার করতেন।
সূত্র মারফত, অভিযুক্ত বায়াজিদ শেখ (24), নাসরিন বেগম (38), রোজিনা আক্তার (39), কাকলি আখতার (25), রোমা বেগম (31), পাখি হুসেন (25) এবং কোহিনুর আখতার (26) কে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, শেখ নামের এক জনৈক বাংলাদেশি মহিলাদের যথাযথ আইনি কাগজপত্র ছাড়াই ভারতের বিভিন্ন শহরে পাঠানোর জন্য দায়ী। চলতি বছরের জানুয়ারি থেকে বাংলাদেশি নাগরিকদের বিরুদ্ধে ৩৭৩টি এফআইআর দায়ের করা হয়েছে। ৫৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৩২ জনকে বহিষ্কার। এর মধ্যে ২৩৭ জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে।
