আজকাল ওয়েবডেস্ক: আহমেদাবাদ দুর্ঘটনার পর থেকে দুঃসময় কাটছেই না এয়ার ইন্ডিয়ার। মঙ্গলবার সংস্থার সাতটি আন্তর্জাতিক উড়ান বাতিল করা হয়েছে। এর মধ্যে ছ’টি ড্রিমলাইনারই ছিল। যে ড্রিমলাইনার দুর্ঘটনার ফলে ২৭০ জনের মৃত্যু হয়েছে ১২ জুন।
যে উড়ানগুলি বাতিল হয়েছে সেগুলি হল-
এআই৯১৫- দিল্লি থেকে দুবাই- বি৭৮৮ ড্রিমলাইনার
এআই১৫৩- দিল্লি থেকে ভিয়েনা- বি৭৮৮ ড্রিমলাইনার
এআই১৪৩- দিল্লি থেকে প্যারিস- বি৭৮৮ ড্রিমলাইনার
এআই১৫৯- আহমেদাবাদ থেকে লন্ডন- বি৭৮৮ ড্রিমলাইনার
এআই১৭০- লন্ডন থেকে অমৃতসর- বি৭৮৮ ড্রিমলাইনার
এআই১৩৩- বেঙ্গালুরু থেকে লন্ডন- বি৭৮৮ ড্রিমলাইনার
এআই১৭৯- মুম্বই থেকে সান ফ্রানসিসকো- বি৭৭৭
দিল্লি-প্যারিসের জন্য, এয়ার ইন্ডিয়া জানিয়েছে যে ফ্লাইটের পূর্ব-পরীক্ষায় কারিগরি সমস্যা ধরা পরার কারণে ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে আহমেদাবাদ-লন্ডন সেক্টরে বিমানের উপলব্ধ না থাকায় উড়ান বাতিল করা হয়েছে। অন্যান্য উড়ানগুলি বাতিল হওয়ার কথা এয়ার ইন্ডিয়া নিজেদের ওয়েবসাইটে জানালেও কোনও কারণ উল্লেখ করেনি।
গত ১২ জুন এআই১৭১ দুর্ঘটনার পর বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারগুলির স্বাস্থ্য পরীক্ষায় জোর দেওয়া হয়েছে। এর ফলেই বিভিন্ন উড়ান বাতিল করা হচ্ছে।
এয়ার ইন্ডিয়ার তরফ থেকে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, “আমাদের যাত্রীদের অসুবিধার জন্য আমরা দুঃখিত এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য বিকল্প ব্যবস্থা করছি। আমরা হোটেলে থাকার ব্যবস্থা করছি এবং যাত্রীরা যদি টিকিট বাতিল বা বিনামূল্যে টিকিট পুনঃনির্ধারণ করার সিদ্ধান্ত নেন, তাহলে সম্পূর্ণ টাকা ফেরতও দিচ্ছি।“
ইতিমধ্যে, ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) এয়ার ইন্ডিয়া এবং এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের কর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠকের ডাক দিয়েছে। ডিজিসিএ ডিরেক্টর এই বৈঠকের সভাপতিত্ব করবেন বলে সূত্রের খবর। বৈঠকে ঠিক কী নিয়ে আলোচনা হতে চলেছে তা এখনও জানা যায়নি। সূত্রের দাবি, বারবার উড়ান বাতিল এবং বিমানের যাত্রাপথ পরিবর্তন নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
