আজকাল ওয়েবডেস্ক: দিল্লি হাইকোর্ট শুক্রবার রায় দিয়েছে যে খাবারের বিলের ওপর গ্রাহকদের সার্ভিস চার্জ পরিশোধ করা স্বেচ্ছামূলক এবং এটা বাধ্যতামূলকভাবে চাপিয়ে দেওয়া যাবে না। আদালত জানিয়েছে, বাধ্যতামূলক সার্ভিস চার্জ সংগ্রহ একটি অযৌক্তিক ব্যবসায়িক অনুশীলন।

বিচারপতি প্রতিভা এম সিং এই রায় দেন এবং হোটেল ও রেস্তোরাঁ সমিতিগুলির পিটিশন খারিজ করেন, যারা কেন্দ্রীয় ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষের (CCPA) নির্দেশিকা চ্যালেঞ্জ করেছিল। আদালত সিসিপিএ-এর নির্দেশিকাগুলি বহাল রাখে এবং রেস্তোরাঁ সমিতিগুলির বিরুদ্ধে ১ লাখ টাকা জরিমানা আরোপ করে।

সিসিপিএ ২০২২ সালে নির্দেশিকা জারি করে জানায়, রেস্তোরাঁ এবং হোটেলগুলি খাবারের বিলের সাথে এমনিতেই সার্ভিস চার্জ যোগ করতে পারবে না এবং এট অন্য কোনও নামে চাপিয়ে দেওয়া যাবে না।