বীরেন ভট্টাচার্য: হরদীপ সিং নিজ্জরের খুনের ঘটনাকে কেন্দ্র করে ভারত ও কানাডার মধ্যে কূটনৈতিক সম্পর্কে শীতলতা তৈরি হয়েছে। এবার কানাডাকে বাক স্বাধীনতার অপব্যবহার ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করার সুপারিশ করল ভারত। সম্প্রতি রাষ্ট্রসংঘের পর্যালোচনা বৈঠকে ভারতের তরফে কানাডাকে ঘৃণামূলক অপরাধ, ধর্মীয় স্থান এবং জাতিগত সংখ্যালঘুদের ওপর হামলা, ঘৃণা ভাষণ এবং অপরাধ দমনে পদক্ষেপ করার সুপারিশ করেছেন রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী মিশনের ফার্স্ট সেক্রেটারি কেএস মহম্মদ হুসেন।রাষ্ট্রসংঘে তিনি বলেছেন, "মানব পাচার নিয়ে তাদের জাতীয় রিপোর্টের ওপর প্রেজেন্টেশনের জন্য কানাডার প্রতিনিধি দলকে ধন্যবাদ এবং স্বাগত।"

এরপরেই তিনি বলেন, "গঠনমূলক আলোচনার নিরিখে, কানাডার জন্য নিম্নলিখিত সুপারিশ করছে কানাডা, প্রথম, বাক স্বাধীনতার অপব্যবহার করে হিংসায় মদত দেওয়া এবং যে সমস্ত গোষ্ঠী বিচ্ছিন্নতাবাদে উস্কানি দিচ্ছে তাদের ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। দ্বিতীয়, ধর্মীয় স্থান এবং সংখ্যালঘুদের ওপর হামলা ঠেকাতে কার্যকরী পদক্ষেপ করতে হবে, ঘৃণা ভাষণ বন্ধ করতে আইনি পদক্ষেপ করতে হবে।" দেশের বাচ্চাদের প্রতি বৈষম্যতা ঠেকাতেও প্রয়োজনীয় পদক্ষেপ করার সুপারিশ করেছে ভারত। কানাডার বিরুদ্ধে আধুনিক দাসত্বের অভিযোগ তুলে রিপোর্টে সমালোচনা করেছে রাষ্ট্রসংঘ। তারমধ্যেই এই সুপারিশ করেছে ভারত। পরিযায়ী কর্মীদের জন্য নাগরিকত্ব সহ একগুচ্ছ সুপারিশ করেছে রাষ্ট্রসংঘ।