আজকাল ওয়েবডেস্ক: অবশেষে ২৪ বছর পর পুলিশের কবলে কুখ্যাত সিরিয়াল কিলার। ক্যাব চালকদের টার্গেট করে তাদের গাড়ি বিক্রি করে দেওয়ার অভিযোগ রয়েছে অভিযুক্তের বিরুদ্ধে৷ দিল্লি পুলিশের অপরাধ শাখা চারটি খুন-ডাকাতি মামলায় অভিযুক্ত অজয় লাম্বাকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে খবর দুই দশকেরও বেশি সময় ধরে সে পলাতক ছিল।
সূত্রে জানা গিয়েছে, লাম্বা ও তার সহযোগীরা ট্যাক্সি ভাড়া করে উত্তরাখণ্ডে যেত। তারপর বিভিন্ন চালককে হামলা করত৷ এরপর একের পর এক শ্বাসরোধ করে হত্যা করে লাশ পাহাড়ে ফেলে দিত। পরবর্তীতে ক্যাবগুলি সীমান্ত পেরিয়ে নেপালে পাচার করা হত। অভিযুক্ত কুখ্যাত ডাকাত-কাম-খুনি। ২০০১ সালে দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড জুড়ে ক্যাব চালকদের লক্ষ্য করে চারটি নৃশংস ডাকাতি-কাম-খুনের ঘটনায় জড়িত ছিল লাম্বা।
পুলিশ সন্দেহ করছে অজয় লাম্বা এবং তার গ্যাং এর সদস্যরা আরও হত্যাকাণ্ডে জড়িয়ে। নিহত ৪ জনের মধ্যে কেবল একজন ক্যাব চালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাম্বার দলের মধ্যে দুজনকে আগে গ্রেপ্তার করা হয়েছিল। পুলিশ এখন তাকে জিজ্ঞাসাবাদ করছে।
খবর মারফত, ৪৮ বছরের লাম্বা দিল্লির বাসিন্দা। ষষ্ঠ শ্রেণিতে স্কুল ছেড়ে দেয়। পরে সে উত্তর প্রদেশের বরেলিতে চলে যায়। পুলিশ জানিয়েছে, লাম্বার বিরুদ্ধে চুরি থেকে শুরু করে অবৈধ অস্ত্র রাখা পর্যন্ত বেশ কয়েকটি মামলা রয়েছে। পুলিশ জানিয়েছে যে ক্রাইম ব্রাঞ্চের একটি দল ম্যানুয়াল ও কারিগরি নজরদারির মাধ্যমে লাম্বার উপর নজর রাখা হয়েছিল। বর্তমানে তাকে জেরা করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।
